শিবরাত্রির দিন ভয়াবহ দুর্ঘটনা, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই বন্ধু

শিবরাত্রি উপলক্ষে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে দুই বন্ধু তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনায় এক বন্ধুর মৃত্যু হয়েছে। অপর বন্ধুর এখনও কোনও সন্ধান…

shivratri-day-accident-two-friends-drown-in-ganges

শিবরাত্রি উপলক্ষে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে দুই বন্ধু তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনায় এক বন্ধুর মৃত্যু হয়েছে। অপর বন্ধুর এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ কাটোয়া থানার দাঁইহাট-মাটিয়ারি ফেরিঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবরাত্রির পবিত্র দিনে তিন বন্ধু ভাগীরথী নদীতে স্নান করতে নেমেছিলেন। এর মধ্যে সুমন সাহা (২২) এবং অর্ঘ্য সাহা (২৩) নদীতে স্নান করতে নামে। কিছু সময় পর হঠাৎ সুমন সাহা ডুবে যেতে দেখলে তাঁকে বাঁচাতে গিয়ে অর্ঘ্য সাহাও নদীর গভীরে তলিয়ে যান। সুমন সাহা নদীতে ডুবে যাওয়ার পর তাকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করেন অর্ঘ্য সাহা। নদীর পাড়ে অনেক মহিলা থাকলেও সাহায্যের জন্য তেমন কেউ প্রথমে এগিয়ে আসেননি।

   

পরে একব্যক্তি নদীতে ঝাঁপিয়ে পড়লেও বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় নৌকার মাঝিরা ঘণ্টাখানেক পর সুমন সাহার মরদেহ উদ্ধার করেন। তাঁকে স্থানীয় কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সুমন সাহা পেশায় দলিল লেখক কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

অন্যদিকে, অর্ঘ্য সাহার এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। কাটোয়া থানার পুলিশ এবং কাটোয়া মহকুমা বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা যৌথভাবে ডুবুরি দল নিয়ে ভাগীরথী নদীতে তল্লাশি শুরু করেছেন।

এই ঘটনার পরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী সুনীতা সাহা বলেন, “তিন বন্ধু শিবরাত্রি উপলক্ষে স্নান করতে নদীতে এসেছিল। এক বন্ধু নদীর পাড়ে বসেছিল, আর দুজন স্নান করতে নামলে একসময় একবন্ধু ডুবতে যেতে দেখেন, তাঁকে বাঁচাতে গিয়ে অপরজনও নদীতে তলিয়ে যায়।”

এ দুর্ঘটনাটি শোকের ছায়া ফেলেছে স্থানীয় এলাকায়, যেখানে দুই যুবকের মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনায় শোক পালিত হচ্ছে। পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে, যাতে অর্ঘ্য সাহাকে উদ্ধার করা যায়।