শিলিগুড়ি শহরে দুদিন পানীয় জল বন্ধ, ভোগান্তিতে নাগরিকরা

শিলিগুড়ি (Shiliguri) শহরে আগামী শুক্রবার ও শনিবার পানীয় জল (drinking water) পরিষেবা বন্ধ থাকবে। নতুন ইনটেক ওয়েল চালু করার জন্য শিলিগুড়ি পুরনিগম এই সিদ্ধান্ত নিয়েছে।…

Shiliguri water disruption

শিলিগুড়ি (Shiliguri) শহরে আগামী শুক্রবার ও শনিবার পানীয় জল (drinking water) পরিষেবা বন্ধ থাকবে। নতুন ইনটেক ওয়েল চালু করার জন্য শিলিগুড়ি পুরনিগম এই সিদ্ধান্ত নিয়েছে। পুরনিগমের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতদিন শহরের একমাত্র ইনটেক ওয়েলের ওপর নির্ভরশীল ছিল পানীয় জল সরবরাহ, তবে মাঝে মাঝে পলিমাটি জমে যাওয়ার কারণে জল সরবরাহে বিঘ্ন ঘটত। এর ফলে শিলিগুড়ির বাসিন্দারা বারবার জলকষ্টের সম্মুখীন হয়েছেন। বিশেষত, উৎসবের মরশুমে পানীয় জলের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে পুরনিগম নতুন একটি ইনটেক ওয়েল তৈরি শুরু করে, যার জন্য খরচ হয়েছে ৬ কোটি ৯০ লক্ষ টাকা।

   

মুখ্যমন্ত্রী দার্জিলিং সফরের সময় ভারচুয়ালি এই ইনটেক ওয়েলের উদ্বোধন করেন। এখন এই নতুন ওয়েল চালু করতে পুরনিগম পুরনো ওয়েলটির সঙ্গে সংযোগ স্থাপন করবে, যার জন্য দুদিনের জন্য শহরে পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হবে।

পুরনিগমের মেয়র গৌতম দেব জানিয়েছেন, “বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে শহরের বাসিন্দাদের জলকষ্ট না হয়। ২৬টি জল ট্যাঙ্ক শহরের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে এবং ১ লক্ষ পাউচও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকেও ৫টি ট্যাঙ্ক নেওয়া হচ্ছে।”

পুরনিগমের পক্ষ থেকে বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে যে, তারা যেন এই দুদিনের জলবিরতির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে পুরনিগমের মেয়র আশা করছেন যে সংযোগের কাজ দ্রুত শেষ হয়ে যাবে এবং দুই দিন আগেই জল সরবরাহ পুনরায় চালু হয়ে যাবে।

এখন, শহরের ৪৭টি ওয়ার্ডে কমবেশি জলকষ্ট হয়েছে। তবে এবার নতুন ইনটেক ওয়েলের সংযোগের ফলে ভবিষ্যতে এমন সমস্যার সম্মুখীন হতে হবে না। পুরনিগমের এই পদক্ষেপে শিলিগুড়ির বাসিন্দারা আশাবাদী যে, জল সরবরাহ আরও উন্নত হবে এবং তারা আর কোনও সমস্যার মুখে পড়বেন না।