Sandeshkhali Incident: দিন কয়েকের ব্যবধান। সন্দেশখালি (Sandeshkhali Incident) নিয়ে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে (Sandeshkhali Viral Video)। যা ঘিরেই তোলপাড় বঙ্গ রাজনীতি। যা নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া দিয়েছেন সন্দেশখালির ‘বাদশাহ’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan)।
সন্দেশখালির জনা তিনেক মহিলা বক্তব্যের ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিওগুলিরও সত্যতা কলকাতা ২৭x৭ ডট কম খতিয়ে দেখানি। ওই ভিডিওয় সন্দেশখালির ওই তিন মহিলা দাবি করেছেন, তাঁদের দিয়েও ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করানো হয়েছিল পুলিশের কাছে। সাদা কাগজে তাঁদের দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল। তিন মহিলার দাবি নিয়ে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই তিন মহিলাই স্থানীয় এক বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। মাম্পির নামে থানায় অভিযোগও হয়েছে। পুলিশ তাঁকে সমনও পাঠিয়েছে। যদিও মাম্পি সব অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, তিন মাস পর কেন এ সব অভিযোগ তোলা হচ্ছে?
আরও পড়ুন- Lok Sabha Election: ভোটের মুখে বিরাট ভাঙন তৃণমূলে! বিজেপিতে যোগ দিল ২০০ পরিবার
এই ভাইরাল ভিডিও নিয়েই শুক্রবার মুখ খুলেছেন শেখ শাহজাহান। তিন দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে এ দিনই বরখাস্ত তৃণমূল নেতা শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। আদালত চত্বরে সাংবাদিকরা সন্দেশখালির বিষয় তাঁর কাছে জানতে চান। জবাবে শাহজাহান বলেন, ‘ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে।’
গত সপ্তাহে সন্দেশখালিতে ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের স্টিং অপারেশনের ভিডিও সামনে এসেছিল। সেখানে দেকা যায়, বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেছেন, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের ‘মিথ্যা’ অভিযোগ দায়ের করানো হয়েছিল থানায়। টাকার বিনিময়ে সেই অভিযোগ করানো হয়েছিল মহিলাদের দিয়ে। বিজেপি নেতৃত্ব ওই ভিডিও ফেক বলে দাবি করেছিলেন। তা নিয়ে গত মঙ্গলবারই মুখ খুলেছিলেন শাহজাহান। বলেছিলেন, ‘ফেক না, ওটা অরিজিনালই।’