Ration Scam: ইডি নজরে শাহজাহানের সাগরেদ কোটি টাকার ‘কোকেন কারবারি’ শিবু

ইডি আধিকারিকদের উপর হামলার ১৯ দিন পর শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। চারটে বাড়ি ঘুরেছেন, কিন্তু তালা দেওয়া ছিল। রেশন দুর্নীতির (Ration Scam)…

In the Lottery Fraud Case money-counting machine delivered by the bank at South Kolkata's housing

ইডি আধিকারিকদের উপর হামলার ১৯ দিন পর শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। চারটে বাড়ি ঘুরেছেন, কিন্তু তালা দেওয়া ছিল। রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে  শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। যার মধ্যে রয়েছে এলআইসি, দুটি নামী গহনা প্রস্তুতকারক ও বিক্রেতা সংস্থার টেক্সট ভয়েস, বিল, ভিসা, ইন্সুরেন্স সার্টিফিকেট, এয়ার টিকিটের কাগজপত্র। তাছাড়াও মিলেছে নির্বাচনী ফর্ম ও বেশ কয়কেটি নথি। যাতে চার জনের নাম উল্লেখ রয়েছে। ইডি-র হাতে এসেছে শিবপ্রসাদ হাজরা, বিকাশ মণ্ডল ,প্রতিমা সরদার, সবিতা রায়ের নাম। তার মধ্যে শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা।

শাহজাহানের এলাকায় কানাঘুষো শোনা যায় যে, এই শিবু হাজরা সিপিএম পরিবারের সন্তান। বাবা নীলকান্ত হাজরা সন্দেশখালি অঞ্চলে সিপিএমের নেতা ছিলেন। বাবা বাম মতাদর্শে‌‌ বিশ্বাসী হলেও পরিবর্তনের হাওয়ায় তৃণমূলে যোগ দেন শিবু। মধ্যবিত্ত পরিবারের এই ব্যক্তি শ্রমিকদের ঠিকাদার হিসাবে কাজ করতেন।

   

এই ব্যক্তি তৃণমূলে যোগ দেওয়ার পর ধীরে ধীরে সন্দেশখালির দু’নম্বর ব্লকের আটটি পঞ্চায়েতের নেতা হয়ে ওঠেন। ২০১৮ সালে স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। ২০২৩ সালে নিজেই দু’নম্বর ব্লকের সভাপতি হন। গত দশ বছরে শিবু হাজরার আয় বহির্ভূত সম্পত্তি প্রচুর বেড়েছে বলে অভিযোগ বিরোধীদের।

২০২০ সালের ৭ জুন সন্দেশখালির দু’নম্বর ব্লকের বিডিও নিজের কার্যালয়ে আক্রান্ত হন। সে সময়ে আবাস প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি করারও অভিযোগ ওঠে। সে সময়ে সন্দেশখালির বিডিও কড়া পদক্ষেপ নেন। এরপরই বিডিওকে গাছে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। সে সময়ে শেখ শাহজাহানের নামও উঠে আসে। বিষয়টিতে শেখ শাহজাহানের ওপর সে সময়ে মারাত্মক বিরক্ত হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বছর দুয়েক আগে কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার হেরোইন উদ্ধারের ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনাতেও শেখ শাহজাহানের পাশাপাশি শিবু হাজরার নাম জড়িয়ে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি নেতার অভিযোগের প্রেক্ষিতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের এই দুই নেতা।

এলাকা সূত্রেই জানা যাচ্ছে, শেখ শাহজাহানের ডান হাত সহচর ছিলেন শিবু হাজরা। শাহজাহানের মনোনয়নের নথিতে চার জনের নাম থাকায় তদন্তকারীরা ভাবছেন, রেশন দুর্নীতির সঙ্গে তাঁরা কীভাবে জড়িত।