বন্দেমাতরম্ স্লোগানে স্বাধীনতা দিবস উদযাপন শওকত মোল্লার

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস উদযাপন উৎসব (Shawkat Molla)। ভাঙ্গড় বিধানসভার ঘটকপুকুর চৌমাথায় অনুষ্ঠিত হয়…

Shawkat Molla

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস উদযাপন উৎসব (Shawkat Molla)। ভাঙ্গড় বিধানসভার ঘটকপুকুর চৌমাথায় অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস উদযাপন উৎসব। এখানেই স্বাধীনতা দিবসের বক্তৃতা দিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা। পতাকা উত্তোলনের পরে বক্তৃতার পালা এবং সেই বক্তৃতা শুরু করার আগে বন্দেমাতরম স্লোগান দিলেন শওকত।

এই বন্দেমাতরম স্লোগান নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। বন্দেমাতরম একটি সংস্কৃত শব্দ যার অর্থ ভারত মায়ের বন্দনা করা। কিন্তু কিছু ধর্মীয় কারণে মুসলিমরা এই শব্দবন্ধটি ব্যবহার করেন না। স্বাধীনতার পরবর্তী যুগে মুসলিমরা দেশকে মায়ের সাথে বা দেবীর সাথে তুলনা করার আপত্তি জানিয়েছিল। মুসলিমরা মনে করে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার কোনো বিকল্প হয়না।

   

তাই এই বন্দেমাতরম ধ্বনিটি ব্যাবহারে তাদের আপত্তি আছে। রাজনৈতিক নেতারা যেমন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীকে কখনোই বন্দেমাতরম বলতে দেখা যায়নি। তৃণমূলের নব নিযুক্ত কাশেম সিদ্দিকী দলীয় মতানুসারে গোপনে এই শব্দ বন্ধটি ব্যবহার করেন কিনা জানা নেই। তবে আজ ৭৯ তম স্বাধীনতা দিবসে এই ট্যাবু ভেঙ্গে দিলেন শওকত।

পতাকা উত্তোলন পরবর্তী ভাষণে যাওয়ার আগে পরিষ্কার করে স্লোগান দিলেন দেশমাতৃকার উদ্দেশ্যে। শওকতের এই কাণ্ডে নানা মুনির নানা মত। সমালোচকদের একাংশ শওকতের পাশে দাঁড়িয়েছেন। তারা বলেছেন দেশ সবার। হিন্দু, মুসলিম নির্বিশেষে ভারতের সমস্ত মানুষ আজকের এই স্বাধীনতা দিবস পালন করছে। আজকের দিন বলিদানের দিন।

Advertisements

হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতায় সকলেই বন্দেমাতরম বলতে পারে। তারা আরও বলেছেন স্বাধীনতার আগে দেশের মানুষ দেশ মাতৃকাকে দেবী হিসেবে পুজো করেছিল বলেই আজকের এই স্বাধীনতা দিবস পালন হচ্ছে। স্বাধীনতা পরবর্তী যুগে কিছু মৌলবাদী এই ট্যাবু চালু করেছিল যে মুসলিমদের ঈশ্বর এক এবং অভিন্ন তাই তারা অন্য কাউকে ভগবান হিসেবে মানতে পারবে না।

রকেট লঞ্চার সিস্টেমে ‘অ্যান্টি-ড্রোন কেজ’ স্থাপন ভারতীয় সেনার

সমলোকদের একাংশের মতে শওকতের আজকের বন্দেমাতরম স্লোগান বিতর্ক সৃর্ষ্টি করলেও আজকের পরিস্থিতির প্রেক্ষাপটে একটা শিক্ষাও বটে। আজকের এই রাজনৈতিক পরিস্থিতিতে দেশ যে সবার এবং দেশের উন্নতিতে ধর্ম জাতি নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে তা হয়তো স্পষ্ট করেছেন শওকত তার এই দেশমাতৃকার বন্দনার মধ্যে দিয়ে।