
ট্যাংরার পর এবার বীরভূম (Birbhum)। মহম্মদবাজার থানা এলাকার ম্যানেজার পাড়ায় ঘটল মর্মান্তিক ঘটনা। শুক্রবার সকালে উদ্ধার হয় একই পরিবারের তিনটি মৃতদেহ। মৃতদের মধ্যে মা লক্ষ্মী মার্ডি। তার বয়স ২৫। তার দুই সন্তান, রুপালি এবং অভিজিৎ। নিহত দুই শিশু সন্তানের একজনের বয়স সাত বছর। আরেকজনের বয়স পাঁচ বছর।
স্থানীয়দের দাবি, তিনজনের দেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। মৃতার স্বামী কাজের সূত্রে বাইরে ছিলেন। পুলিশ জানাচ্ছে, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে তাদের। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ট্যাংরায় তিনজনের রহস্যমৃত্যুর জট কাটতে না কাটতেই সেই পথে এবার বীরভূম। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মহম্মদবাজারের ম্যানেজারপাড়া এলাকায়। নিহত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










