কালজানিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত গোটা কোচবিহার। চলছে একের পর এক বিক্ষোভ। এই ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠন এসএফআই এবং ডিএসও ধর্মঘট ডেকেছে। যার ফলে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পাশাপাশি গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে এসএফআই।
বৃহস্পতিবার সকাল থেকে কোচবিহারের বিভিন্ন স্কুলের সামনে আন্দোলনকারীরা পিকেটিং শুরু করে। সরকারি বেসরকারি মিলিয়ে সব স্কুল বন্ধ রয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দলীয় পতাকা, পোস্টার লাগিয়ে বিক্ষোভ চালায়।
সকাল থেকেই আন্দোলন করছে বাম ছাত্র সংগঠন। তাদের দাবি দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। না হলে তাদের আন্দোলন বর্তায়মান থাকবে।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই কলজানির এক নাবালিকাকে অপহরণ করে গণ ধর্ষণ করা হয়। গতকাল হাসপাতালে ওই নাবালিকার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পরেও অমানবিক রাজনীতি সীমা ছড়িয়েছে।
মৃত মেয়ের দেহের সামনেই তার বাবাকে নিয়ে শুরু হয় টানা হেঁচড়া। তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। মৃতদেহ কার দখলে থাকবে এই নিয়ে উত্তেজনা তুঙ্গে। আজ গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে ধর্মঘটে বাম ছাত্র সংগঠন।