শীতের কামড়ে অস্থির বাংলা! তারই মাঝে বৃষ্টি দুই জেলায়

কলকাতা: পৌষের শেষে শীতের মারকাটারি ব্যাটিং৷ এক লাফে পারদ নামল ১২ ডিগ্রির ঘরে৷ আজ মরশুমের শীতলতম দিন বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। শনিবার শহরের সর্বনিম্ন…

temperature likely to fall in kolkata

কলকাতা: পৌষের শেষে শীতের মারকাটারি ব্যাটিং৷ এক লাফে পারদ নামল ১২ ডিগ্রির ঘরে৷ আজ মরশুমের শীতলতম দিন বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ আগামী ২৪ ঘণ্টায় একই রকম থাকবে আবহাওয়া৷ বিশেষ হেরফের হবে না৷ তবে এই কড়া শীতের মধ্যেই রয়েছে বৃষ্টির ভ্রুকূটি৷ (Severe Cold in West Bengal)

২৪ ঘণ্টায় জাঁকিয়ে শীত Severe Cold in West Bengal

আগামী ২৪ ঘণ্টায় বেশ ভালোই মালুম হবে শীতের কামড়৷ তার পর ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা৷ উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকবে৷ এরই মাঝে আবার বৃষ্টি হবে৷ আগামী ১২ ও ১৩ জানুয়ারি দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ দার্জিলিঙে তুষারপাত হতে পারে বলেও জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷

   

তবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ বৃষ্টি হবে না উত্তরের বাকি জেলাগুলিতেও৷ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস৷ এটি স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ এটাও স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। মহানগরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৫০ শতাংশ।

কাঁপছে উত্তর ভারত Severe Cold in West Bengal

দিল্লি-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে৷ দিল্লি-হরিয়ানা, চন্ডীগড়, বিহার, উত্তর প্রদেশ, নয়ডা, ঝাড়খণ্ডের অধিকাংশ স্কুলেই শীতকালীন ছুটি বাড়িয়ে দিয়েছে৷ কাশ্মীরে ঠান্ডায় জমে গিয়েছে ডাল লেকের জল৷