বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক, ক্যানিংয়ে খুনের ঘটনায় বাম হামলার অভিযোগ

পঞ্চায়েত ভোটের পর শনিবার একের পর এক মৃত্যুর সংবাদ আসছে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। ভাঙড়, ক্যানিং ও বাসন্তী তীব্র উত্তেজনাপূর্ণ। ভাঙড় ও ক্যানিংয়ে দুই…

বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক, ক্যানিংয়ে খুনের ঘটনায় বাম হামলার অভিযোগ

পঞ্চায়েত ভোটের পর শনিবার একের পর এক মৃত্যুর সংবাদ আসছে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। ভাঙড়, ক্যানিং ও বাসন্তী তীব্র উত্তেজনাপূর্ণ। ভাঙড় ও ক্যানিংয়ে দুই তৃণমূল কংগ্রেস কর্মী খুন বলে শাসকদলের দাবি। আর বাসন্তীতে চলেছে গুলি। জখম টিএমসি সমর্থক। 

বাম আমলে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ছিল আরএসপির শক্তিশালী কেন্দ্র। বামফ্রন্ট শরিক আরএসপি ও সিপিআইএমের মধ্যেই বারবার সংঘর্ষ হতো। তৃণমূল জমানায় সেই বাসন্তীও বারবার সংঘর্ষ কবলিত। পঞ্চায়েত ভোট পরবর্তী পরিস্থিতি গরম। বাসন্তীতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। আরএসপির বিরুদ্ধে হামলার অভিযোগ।

গুলিবিদ্ধ গুরুতর জখম টিএমসি সমর্থকের নাম শামিম সর্দার। সে কলকাতার হাসপাতালে চিকিত্‍সাধীন। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে শামিমকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছে বামফ্রন্টের শরিক দল আরএসপি।

আরএসপি ও তৃণমূল সংঘর্ষে আরও কয়েকজন জখম বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজন টিএমসি সমর্থককে কোপানো হয় বলে অভিযোগ। আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতারা বলে শাসকদলের দাবি। তবে আরএসপি দাবি করেছে হামলায় অভিযুক্ত তৃণমূল। 

Advertisements

রক্তাক্ত সংঘর্ষ চলেছে ক্যানিংয়ে। তেঁতুলতলা এলাকায় আইএসএফ আশ্রিত দুষ্কৃতিরা তৃণমূল সমর্থককে খুন করেছে বলে অভিযোগ। আরও অভিযোগ এলোপাথাড়িভাবে কোপানো হয় কয়েকজনকে। নিহত টিএমসি সমর্থকের পরিচিত সাহিনা গাজি ও আছিরন নামে দুই মহিলাও আক্রাম্ত হন। তাদের বাড়িতে চড়াও হয়েও মারধরের অভিযোগ উঠেছে । সাহিনা ও আছিরন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য শাহজাহান গাজির দাবি, এলাকা থেকে তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্য চক্রান্ত করে বুথ সভাপতিকে ধারাল অস্ত্র দিয়ে কোপান হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।