HomeWest Bengalশিয়ালদহ শাখার রেল যাত্রীদের জন্য ঘোর বিপদ

শিয়ালদহ শাখার রেল যাত্রীদের জন্য ঘোর বিপদ

- Advertisement -

ভোট মিটতেই শিয়ালদহ ডিভিশনে ৭ জুন অর্থাৎ শুক্রবার থেকে তিনদিন ট্রেন বাতিলের পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। বুধবার দুপুরে সম্ভবত রেল জানাতে পারে এই সিদ্ধান্তের কথা। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শুক্রবার থেকে রেলের কাজ শুরু হলে সেই কাজ চলবে রবিবার পর্যন্ত। সেই কারনে টানা তিনদিন বেশ কয়েকশো ট্রেন স্বল্প দূরত্ব পর্যন্ত গিয়ে যাত্রা বাতিল করবে। ফলে শিয়ালদহ মেন ও বনগাঁ শাখার যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হবে বলা যায়।

তবে জানা যায় শিয়ালদহ ডিভিশনে বারো বগির ট্রেন চালানোর প্রস্তুতি চলছে । প্ল‌্যাটফর্ম সম্প্রসারণের পাশাপাশি নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেই কারনেই তিন দিন প্রচুর সংখ‌্যক ট্রেন বাতিলের পাশাপাশি দমদম,বিধাননগরে এসে বহু ট্রেন যাত্রা বাতিল করবে বলে জানায় রেল। সেই কারনেই সড়ক পথে যাতায়াতের জন‌্য বিশেষ যানের ব‌্যবস্থার জন‌্য রাজ‌্যকে আবেদনও জানাবে রেল বলে জানা যায়।

   

এছাড়া হকারদের সরানোর পরিকল্পনাও করেছে রেল। তবে এখনই তা কার্যকর হচ্ছে না। রেলের পক্ষ থেকে জানা যায় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই সিদ্ধান্ত ভবিষ্যতে কার্যকর হবে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular