হিংসা কবলিত নন্দীগ্রামে বিশাল র‍্যাপিড অ্যাকশন ফোর্স, কেন্দ্রীয় বাহিনী

ভোট বাজারে নতুন করে শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম (Nandigram)। আগামী ২৫ মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। কিন্তু তার আগেই বিজেপির বেশ কিছু কর্মী, সমর্থকের…

ভোট বাজারে নতুন করে শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম (Nandigram)। আগামী ২৫ মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। কিন্তু তার আগেই বিজেপির বেশ কিছু কর্মী, সমর্থকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে নন্দীগ্রাম। মৃত্যু হয়েছে এক বিজেপির মহিলা সমর্থকের। এরই মাঝে আজ শুক্রবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মোতায়েন করা হল বহু নিরাপত্তারক্ষীদের।

এই হামলার ঘটনায় হাসপাতালে যমে মানুষে টানাটানি হচ্ছে বিজেপি নেতা সঞ্জয় আড়িকে নিয়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সঞ্জয় আড়ির মাথার খুলি দুভাগ হয়ে গিয়েছে। অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁকে কলকাতার মেডিকা হাসপাতালে রাখা হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। আজ আবারও একবার তাঁর অস্ত্রোপচার হবে বলে খবর। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটের দু’দিন আগে, নন্দীগ্রামে বিজেপির এক মহিলা সমর্থকের মৃত্যু হয়, যার ফলে ২৩ মে এই অঞ্চলে বড় আকারের বিক্ষোভ হয়।

   

২২ মে গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হন রথিবালা আড়ি। গুরুতর আহত হন তাঁর ছেলে সঞ্জয়, যিনি বিজেপির তফসিলি জাতি মোর্চার স্থানীয় নেতা। ঘটনার প্রতিবাদে ২৩ মে সকালে নন্দীগ্রামের সোনাচুড়া গ্রামে হিংসা ছড়ায়। বিজেপি কর্মীরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের বাড়িতে হামলা চালায়। গ্রামবাসীরা গাছ কেটে রাস্তা অবরোধ করে এবং পুলিশকে হিংসা কবলিত এলাকায় ঢুকতে বাধা দেয়।

এদিকে আজ  আরও হিংসা রুখতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও কেন্দ্রীয় বাহিনীকে।