Suvendu Adhikari: শুভেন্দুর জনসভায় ১৪৪ ধারা জারি

CID Investigates Suvendu Adhikari's Convoy Case: Latest Updates

খেঁজুরিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভাতে শনিবার জারি করা হল ১৪৪ ধারা। ২০ লক্ষ টাকা দিয়ে দু’জন পঞ্চায়েত সমিতির সভাপতি কিনেছে, বিধায়ক উওম বারিক টাকা দিয়েছে এমন অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন খেজুরিতে সভা করবেন। সেই সভার আগে জারি হল ১৪৪ ধারা।

খেজুরি ২ ব্লকের পঞ্চায়েত সমিতির গঠনের কয়েক ঘণ্টার আগে দু’জন বিজেপির পঞ্চায়েত সদস্যকে যোগদান করে তৃণমূলে। এনিয়ে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছিলেন, পটাশপুরের বিধায়ক তথা বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক কুড়ি লক্ষ টাকা দিয়ে দুই জনকে কিনেছে। টাকা হজম করতে পারবে না। কয়েকদিনের মধ্যে মাঠে নামছি। এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন