ভোট সপ্তমীতে ব্যাপক হিংসা, সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি

ফের সংবাদ শিরোনামে উঠে এল সন্দেশখালি (Sandeshkhali)-র নাম। সপ্তম দফার ভোট মিটতেই এবার সন্দেশখালির একাংশে ১৪৪ ধারা জারি করা হল। হ্যাঁ ঠিকই শুনেছেন।  জানা গিয়েছে,…

ভোট সপ্তমীতে ব্যাপক হিংসা, সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি

ফের সংবাদ শিরোনামে উঠে এল সন্দেশখালি (Sandeshkhali)-র নাম। সপ্তম দফার ভোট মিটতেই এবার সন্দেশখালির একাংশে ১৪৪ ধারা জারি করা হল। হ্যাঁ ঠিকই শুনেছেন। 

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা অবধি জারি থাকবে ১৪৪ ধারা। ন্যাজাটারে ৪ পঞ্চায়েত এলাকার ১৭টি জায়গায় এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। সরবেরিয়া, আগারহাটি সহ বহু এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। মূলত  গতকাল শনিবার সপ্তম দফার নির্বাচনী হিংসার ঘটনায় সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার সপ্তম তথা শেষ দফায় দক্ষিণবঙ্গের ৯টি আসনে সন্দেশখালি সহ বেশ কয়েকটি স্থানে হিংসার ঘটনা ঘটে।

 

Advertisements

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ।