কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি, শেষ মুহূর্তে বাতিল সেতু বন্ধের সিদ্ধান্ত

Second Hooghly Bridge (Vidyasagar Setu) Closed for Long Hours on August 24, Sunday – Check Alternative Routes
Second Hooghly Bridge (Vidyasagar Setu) Closed for Long Hours on August 24, Sunday – Check Alternative Routes

কলকাতা: শনিবার রাত থেকে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) বন্ধ থাকার কথা ঘোষণা করলেও শেষ মুহূর্তে সেই নির্দেশ প্রত্যাহার করে নিল কলকাতা পুলিশ। এর ফলে শহরবাসী ও হাওড়াগামী কিংবা হাওড়া থেকে কলকাতাগামী যাত্রীদের বড়সড় স্বস্তি মিলল। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টার জন্য সেতুটি বন্ধ রাখার কথা ছিল। কিন্তু শনিবারই কলকাতা পুলিশের তরফে জানানো হয়, আপাতত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে না। ফলে যান চলাচল অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

প্রসঙ্গত, গত শনিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, হুগলি রিভার ব্রিজ কমিশনার (HRBC) কর্তৃপক্ষের উদ্যোগে সেতুতে এবং কোনা এক্সপ্রেসওয়েতে জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। সেই কারণেই দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। তবে হাওড়া সিটি পুলিশ এবং এইচআরবিসি-র অন্য গুরুত্বপূর্ণ কাজের কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে বলেই মনে করা হচ্ছে।

   

সূত্রের খবর, কোনা এক্সপ্রেসওয়ের দুই জায়গায় নতুন স্টিল বিম পোর্টাল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর পাশাপাশি দ্বিতীয় হুগলি সেতুতেও কিছু বড়সড় রক্ষণাবেক্ষণ কাজ করার পরিকল্পনা ছিল। বিশেষত, সেতুর বেয়ারিং বদলানো, স্টে কেবল ও হোল্ডিং-ডাউন কেবল বসানো—এই সমস্ত কাজের জন্যেই সেতুটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই কাজ পিছিয়ে দেওয়ায় যান চলাচলে কোনও বাধা থাকছে না।

এই সিদ্ধান্তে স্বস্তির নিশ্বাস ফেলেছেন নিত্যযাত্রীরা। হাওড়া ও কলকাতার মধ্যে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন এই সেতু দিয়ে। সেতুটি বন্ধ হয়ে গেলে যাত্রীদের জন্য কার্যত দুঃস্বপ্ন তৈরি হতো। বিকল্প রাস্তা যেমন ভিড়, যানজট ও অতিরিক্ত সময়ের সমস্যায় ফেলতে পারত সাধারণ মানুষকে। অনেক অফিসযাত্রী, ব্যবসায়ী এবং দৈনন্দিন যাতায়াতকারীদের জন্য এটি ছিল বড়সড় উদ্বেগের কারণ। তবে কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপাতত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে না এবং যান চলাচল অন্যান্য দিনের মতোই চালু থাকবে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রক্ষণাবেক্ষণের কাজ দীর্ঘদিন ফেলে রাখা ঠিক হবে না। দ্বিতীয় হুগলি সেতু রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো। প্রতিদিন হাজার হাজার গাড়ি এই সেতু দিয়ে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াত করে। তাই এর নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করতে সময়মতো মেরামতি ও রক্ষণাবেক্ষণ জরুরি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পরবর্তী সময়ে এই কাজ কবে শুরু হবে তা নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে এবং আগেভাগেই সাধারণ মানুষকে জানানো হবে।

সারসংক্ষেপে বলা যায়, শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার আশঙ্কা থাকলেও শেষ মুহূর্তে সেই বিজ্ঞপ্তি বাতিল হয়েছে। এর ফলে শহর ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। তবে ভবিষ্যতে কবে সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ হবে তা নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রশাসন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন