কলকাতা: শিয়ালদহ স্টেশন লাগোয়া ‘ফুড কোর্ট’-এ আগুন। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা স্টেশন চত্বর৷ শনিবার বিকেলে আচমকাই আগুন লাগে ‘ফুড কোর্ট’-এ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যস্ত স্টেশন চত্বরে। হতাহতের কোনও খবর নেই। তবে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ (sealdah station food court fire)
ফুড কোর্টে আগুন sealdah station food court fire
স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদহ স্টেশনের দক্ষিণ দিকে যে ‘ফুড কোর্ট’টি রয়েছে,তাতে আগুন লেগে যায়। নিমেশের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা দোকানে। আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। কুণ্ডলী পাকানো কালো ধোঁয়ায় ঢাকে আকাশ।
এদিকে, খবর দেওয়ার প্রায় আধ ঘণ্টা পর শিয়ালদহ স্টেশনে আসে দমকলের তিনটি ইঞ্জিন৷ ‘ফায়ার বল’ ছুড়ে আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা৷ পৌনে পাঁচটা নাগাদ আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসে৷ তবে কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি৷ তবে শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান। অপর একটি সূত্রে জানা যাচ্ছে, একটি ফুড কোর্টে থাকা একটি ‘রোল কাউন্টার’ থেকেই আগুন ছড়িয়ে পড়ে৷
ব্যবস্তম জায়গায় ছিল এই ফুড কোর্ট sealdah station food court fire
এই ফুড কোর্টটি যেখানে অবস্থিত, সেটি অত্যন্ত ব্যস্ততম জায়গা৷ পাশেই অটো এবং ট্যাক্সি স্ট্যান্ড। যেখানে শ’য়ে শ’য়ে অটো-ট্যাক্সি দাঁড়িয়ে থাকে৷ খানিকটা দূরেই রয়েছে বিআর সিং হাসপাতাল। স্টেশনের বিশাল যাত্রীর ভিড় তো রয়েইছে৷ এই অবস্থায় আগুন লাগতেই মানুষের হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ আগুনের গ্রাস থেকে দোকানে থাকা জিনিসপত্র বাঁচানোর চেষ্টাও শুরু করেন দোকানের কর্মীরা। কোনও রকমে প্যাকেট ও বাক্সে ভরে খাবারদাবার দোকানের বাইরে নিয়ে আসেন ‘ফুড কোর্ট’-এর কর্মীরা। কিছু খাবার বাঁচানো গেলেও আগুনের গ্রাসে পুড়ে খাক গোটা দোকান৷