সপ্তাহান্তে একাধিক লোকাল ট্রেন বাতিল

কলকাতা: ফের ট্রেন (Sealdah local train) বাতিলের তালিকা প্রকাশ করল পূর্ব রেল। শনিবার ও রবিবার অর্থাৎ ১৩ এবং ১৪ সেপ্টেম্বর শিয়ালদহ শাখায় বেশ কিছু লোকাল…

Indian Railways

কলকাতা: ফের ট্রেন (Sealdah local train) বাতিলের তালিকা প্রকাশ করল পূর্ব রেল। শনিবার ও রবিবার অর্থাৎ ১৩ এবং ১৪ সেপ্টেম্বর শিয়ালদহ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেল সূত্রে খবর, শিয়ালদহ এবং বিধাননগর স্টেশনের মাঝে বিশেষ কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। সেই কারণেই একাধিক লোকাল ট্রেন বাতিল এবং কিছু ট্রেন সংক্ষিপ্ত পথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ তারিখ রাত ১১টা ৩০ থেকে ১৪ তারিখ ভোর সাড়ে তিনটা পর্যন্ত এই কাজ চলবে। তাই ওই সময়কালে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।

   

বাতিল ট্রেনগুলির তালিকা:

32249 শিয়ালদহ – ডানকুনি লোকাল

32252 ডানকুনি – শিয়ালদহ লোকাল

31447 শিয়ালদহ – নৈহাটি লোকাল

31450 নৈহাটি – শিয়ালদহ লোকাল

শুধু বাতিল নয়, কিছু লোকাল ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে শান্তিপুর-শিয়ালদহ লোকাল।

সংক্ষিপ্ত পথে চলবে যেসব ট্রেন:

Advertisements

১৩ সেপ্টেম্বর → 31542 শান্তিপুর-শিয়ালদহ লোকাল চলবে কেবল ব্যারাকপুর পর্যন্ত।

১৪ সেপ্টেম্বর → 31511 শিয়ালদহ-শান্তিপুর লোকাল চলবে কেবল ব্যারাকপুর পর্যন্ত।

রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, মূলত শিয়ালদহ থেকে বিধাননগরের মধ্যে কাজ করার জন্যই এই পদক্ষেপ। ওভারহেড লাইনের রক্ষণাবেক্ষণ, সিগন্যালিং ও অন্যান্য উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার জন্য নির্দিষ্ট সময়ের পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে।

এমন নয় যে এটাই প্রথমবার। বিগত কয়েক মাস ধরে বারবার লোকাল ট্রেন বাতিলের ঘটনা ঘটছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। কখনও ট্র্যাক মেরামত, কখনও সিগন্যালিং, আবার কখনও ওভারহেড লাইনের কাজের জন্য একইভাবে বাতিল হয়েছে একাধিক লোকাল। এর ফলে নিয়মিত যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে। এমনকি দূরপাল্লার ট্রেনগুলিকেও অনেক সময় বিকল্প পথে ঘুরিয়ে চালাতে হয়েছে।

তবে এবার কাজ মূলত মধ্যরাত থেকে ভোরের মধ্যে হওয়ায় যাত্রী দুর্ভোগ তুলনামূলক কম হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। সাধারণত এই সময় যাত্রী চাপ কম থাকে, তাই অফিস যাত্রী বা নিত্যযাত্রীদের তেমন সমস্যায় পড়তে হবে না।

তবুও প্রশ্ন উঠছে, বারবার কেন এমন ঘটছে? যাত্রী সংগঠনগুলির মতে, রেলের অবকাঠামোগত উন্নয়ন জরুরি হলেও, যাত্রীদের আগেই পরিষ্কারভাবে জানানো প্রয়োজন। সময়মতো বিজ্ঞপ্তি না মেলায় অনেক যাত্রী হঠাৎ করে সমস্যায় পড়ে যাচ্ছেন।

পূর্ব রেল জানাচ্ছে, অবকাঠামো আধুনিকীকরণ এবং নিরাপদ যাতায়াতের স্বার্থেই এই কাজ চলছে। আগামী দিনে আরও উন্নত পরিষেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রী মহলের দাবি, রেল কর্তৃপক্ষ যেন আগে থেকেই সঠিক তথ্য প্রচার করে এবং বিকল্প পরিবহন ব্যবস্থার ব্যবস্থা রাখে। বিশেষত পুজোর মুখে ট্রেন বাতিল হলে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েন।

সবমিলিয়ে, সপ্তাহান্তে শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিল হলেও রেল কর্তৃপক্ষ আশাবাদী যে মধ্যরাতের সময়ে কাজ হওয়ার কারণে দুর্ভোগ তেমন প্রকট হবে না।