কলকাতা: পুজোর মুখে যাত্রীদের জন্য বড়সড় সুখবর দিল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে আরও দুটি নতুন এসি লোকাল ট্রেন। সোমবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় চালানো হবে এই দুটি ট্রেন। এর আগে এক মাস আগে শিয়ালদহ-রানাঘাট শাখায় প্রথম এসি লোকাল ট্রেন চালু হয়েছিল। যাত্রীদের বিপুল সাড়া পাওয়ার পর আরও দুটি ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
রেল সূত্রে খবর, বনগাঁগামী এসি লোকাল প্রতিদিন সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট স্টেশন থেকে ছাড়বে। সকাল ৮টা ৫২ মিনিটে বনগাঁ পৌঁছে সেখান থেকে সকাল ৯টা ৩৭ মিনিটে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। সন্ধেবেলা শিয়ালদহ থেকে বনগাঁর উদ্দেশে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং রাত ৮টা ৪ মিনিটে বনগাঁ পৌঁছবে। এরপর রাত ৮টা ৪১ মিনিটে ট্রেনটি রানাঘাটে পৌঁছবে। এই ট্রেনটি শিয়ালদহ-বনগাঁ শাখার বাছাই করা স্টেশনগুলিতে দাঁড়াবে। শিয়ালদহ থেকে ছেড়ে ট্রেনটি বিধাননগর, দমদম, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা এবং ঠাকুরনগর স্টেশনে দাঁড়াবে।
অন্যদিকে, শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে নতুন এসি লোকাল প্রতিদিন সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে এবং দুপুর ১২টা ০৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে। সেখান থেকে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ ট্রেন ছাড়বে এবং বিকেল ৩টা ৪০ মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে। রেল সূত্রে আশা করা হচ্ছে, এই ট্রেনটি মায়াপুরে ইসকন মন্দির এবং নবদ্বীপ দর্শনে যাওয়া বহু পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য যাতায়াতের একটি আরামদায়ক মাধ্যম হয়ে উঠবে।
প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষ দিক থেকেই শুরু হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। প্রতি বছর দুর্গাপুজোর সময় কলকাতা ও শহরতলির ট্রেনগুলিতে ব্যাপক যাত্রী চাপ দেখা যায়। শিয়ালদহ ডিভিশনের নতুন এই দুটি এসি লোকাল ট্রেন চালু হলে পুজোর মরশুমে যাত্রীদের জন্য আরামদায়ক এবং সুরক্ষিত যাতায়াতের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন রেল কর্তারা।
ডিআরএম রাজীব সাক্সেনা সাংবাদিক বৈঠকে জানান, “মেট্রোর নতুন পরিষেবা চালুর পর যাত্রী সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিতে পূর্ব রেলও এসি লোকাল রেক বাড়াচ্ছে। যাত্রীদের আরামদায়ক পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।”
পূর্ব রেলের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ যাত্রীদের একাংশও। তাঁদের মতে, দীর্ঘ দূরত্বে গরমে দাঁড়িয়ে যাতায়াত করা যাত্রীদের জন্য এই ট্রেন স্বস্তির হাওয়া বয়ে আনবে। বিশেষ করে পুজোর ভিড়ের মরশুমে এই অতিরিক্ত ট্রেন যাত্রী চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন দুটি এসি লোকাল চালুর ফলে শিয়ালদহ ডিভিশনের যাত্রী পরিষেবা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যাত্রীরা এখন থেকে আরও সাশ্রয়ী মূল্যে আরামদায়ক এসি যাত্রার অভিজ্ঞতা নিতে পারবেন।