শিয়ালদহ: পরিবহন ব্যবস্থায় শিয়ালদহ শাখা (Sealdah Division) সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী এই শাখার উপর নির্ভর করে অফিস, কাজ বা অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন। বিশেষত বিধাননগর রোড স্টেশন দীর্ঘদিন ধরেই এই যাত্রীচাপের কেন্দ্রবিন্দু। প্রতিদিন প্রায় ১.৭ লক্ষ যাত্রী ওঠানামা করেন এই স্টেশনে। এর মধ্যে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে প্রায় ১ লক্ষেরও বেশি যাত্রী চলাচল করেন। ফলে ভিড় সামলাতে রেল কর্তৃপক্ষের নিত্য সমস্যার মুখে পড়তে হয়।
পূর্ব রেল ঘোষণা করেছে, যাত্রীদের ভিড় সামলাতে নতুন একটি লোকাল ট্রেন চালু হতে চলেছে। নতুন পরিষেবার মধ্যে থাকছে — ৩১৩৪৩ আপ বিধাননগর রোড–কল্যাণী লোকাল। এই ট্রেনটি বিধাননগর রোড স্টেশন থেকে সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে (১৯:২৭) ছাড়বে এবং রাত ৮টা ৩৬ মিনিটে (২০:৩৬) কল্যাণী পৌঁছাবে। পথে এটি সকল স্টেশনে থামবে।
এর ফেরত যাত্রা হবে ৩১৩৪০ ডাউন কল্যাণী–শিয়ালদহ লোকাল। কল্যাণী থেকে এই ট্রেন ছাড়বে রাত ৮টা ৫৫ মিনিটে (২০:৫৫) এবং শিয়ালদহ পৌঁছাবে রাত ১০টা ১৯ মিনিটে (২২:১৯)।
রেল সূত্রে জানা গিয়েছে, নতুন লোকাল পরিষেবা সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে। রবিবার পরিষেবা থাকবে না। এই লোকাল চালুর ফলে অফিসযাত্রী ও সাধারণ যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
রেলের তরফে জানানো হয়েছে, এই নতুন লোকাল চালুর ফলে যাত্রীদের চাপ কিছুটা হলেও কমবে। অফিসযাত্রীদের সুবিধা বাড়বে এবং ব্যস্ত সময়ের যাতায়াত সহজ হবে। অনেক যাত্রীই মনে করছেন, ২২ সেপ্টেম্বর থেকে পরিষেবা চালু হলে ভিড়ের সমস্যার বড়সড় সমাধান হবে।