শিয়ালদহে সুখবর! ১ জুলাইয়ের আগেই সমস্ত ট্রেন হচ্ছে ১২ বগি

প্রথমে জানানো হয়েছিল ১ জুলাই (Sealdah)। কিন্তু দ্রুত গতিতে কাজ এগোনোয় তার আগেই শিয়ালদহ (Sealdah) স্ট্রেশনের সমস্ত ট্রেন ১২ বগিতে উন্নীত হচ্ছে। রেলের তরফে সরকারি…

local-trains-cancelled-traffic-block-for-work-in-sealdah-division

short-samachar

প্রথমে জানানো হয়েছিল ১ জুলাই (Sealdah)। কিন্তু দ্রুত গতিতে কাজ এগোনোয় তার আগেই শিয়ালদহ (Sealdah) স্ট্রেশনের সমস্ত ট্রেন ১২ বগিতে উন্নীত হচ্ছে। রেলের তরফে সরকারি ভাবে তারিখ জানানো না হলেও সূত্রের খবর, ২৮ জুন থেকেই শিয়ালদহ শাখার সমস্ত ট্রেন ১২ বগি করা হচ্ছে।

   

দিন কয়েক আগে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে শিয়ালদহের সমস্ত প্লাটফর্ম থেকে ১২ বগির ট্রেন ছাড়বে।

রেল সূত্রে জানা গিয়েছে, ৯ বগির ট্রেনগুলিতে খুব দ্রুত ১২ বগিতে পরিণত করার কাজ চলছে। দ্রুতগতিতে কাজ চলায় ১ জুলাইইয়ের আগেই রেলের হাতে পর্যাপ্ত সংখ্য ১২ বগির ট্রেন চলে আসবে। সেই কারণেই আর দেরি না করেই ২৮ জুন থেকেই সমস্ত ট্রেন ১২ বগি করা হচ্ছে।

‘গত সাত বছরে বন্ধ ১৮ লক্ষ ব্যবসা, বেকার ৫৪ লক্ষ মানুষ’, মোদীকে নিশানা প্রিয়াঙ্কার

শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন প্রায় ৯০০টি লোকাল ট্রেন চলাচল করে। কিন্তু ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় সমস্ত ট্রেন ১২ বগি করা সম্ভবপর হচ্ছিল না। অবশেষে গত কয়েক মাসে একাধিকবার ব্লক নিয়ে রেল প্লাটফর্মে দৈর্ঘ্য বৃদ্ধি করে। ফলে ১২ বগির ট্রেন চালানো এখন স্রেফ সময়ের অপেক্ষা।

এদিকে ১২ বগির ট্রেন চালুর পাশাপাশি সুবিধার্থে আরও এক বড় উদ্যোগ নিতে চলেছে পূর্ব রেল। ১, ২ ও ৩ নম্বর প্লাটফর্মের সামনে একটি নতুন গেট তৈরি করা হচ্ছে। ১৩ জুন ২০২৪ রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১, ২ এবং ৩ নম্বর প্লাটফর্মের সামনে একটি প্রবেশ-প্রস্থানের গেট বানানো হবে।

রাজ্যের ৯ জেলায় কমল পেট্রোলের দাম, আপনার জেলায় দাম কত?

ঠিক কবে এটি চালু হবে তা অবশ্য জানানো হয়নি। জুলাইয়ের শুরুতে এই গেট চালু হতে পারে বলে খবর। শিয়ালদহ স্টেশনে মসৃণভাবে প্রবেশ ও প্রস্থান করার জন্য এই গেট বানানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। এই গেট চালু হলে যাত্রীদের একটা বড় অংশ উপকৃত হবেন।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে শিয়ালদহ স্টেশনের প্রফুল্ল দ্বার ( ১ নম্বর স্টেশনের পাশের গেট)। টিন দিয়ে সিল করে দেওয়া হয় ওই গেট। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। বহুবার ওই গেট খুলে দেওয়ার দাবি উঠলেও তা মানা হয়নি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের ৫ জেলায়, সুখবর শোনাল হাওয়া অফিস

অবশেষে সেই ক্ষোভ মিটতে চলেছে। যাত্রীদের সুবিধার্থে ১, ২ ও ৩ নম্বর স্টেশনে সামনের অংশে নতুন গেট বানাতে চলেছে রেল। এর ফলে বেশ কিছু দোকান, স্টল এবং রেলের অফিস অন্যত্র সরিয়ে নিতে হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। পুরো প্রক্রিয়াটির জন্য ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে।