পুজোর আগে সুখবর! শিয়ালদা AC লোকাল পেল নতুন স্টপ, কোথায় কোথায় থামবে?

কলকাতা: শিয়ালদা ডিভিশনে সম্প্রতি চালু হওয়া AC লোকাল ট্রেন যাত্রীদের জন্য পুজোর আগে সুখবর নিয়ে এসেছে। ৫ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এই ট্রেনগুলিতে বেলঘরিয়া, অশোকনগর,…

পুজোর আগে সুখবর! শিয়ালদা AC লোকাল পেল নতুন স্টপ, কোথায় কোথায় থামবে?

কলকাতা: শিয়ালদা ডিভিশনে সম্প্রতি চালু হওয়া AC লোকাল ট্রেন যাত্রীদের জন্য পুজোর আগে সুখবর নিয়ে এসেছে। ৫ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এই ট্রেনগুলিতে বেলঘরিয়া, অশোকনগর, চাঁদপাড়া ও শ্যামনগরসহ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে থামার দাবিতে যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। সেই চাহিদা মিটল।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদা-রানাঘাট এবং শিয়ালদা-বনগাঁ-রানাঘাট AC লোকাল এবার অতিরিক্ত স্টপ পাবে।

   

নতুন স্টপ কোথায়?

শিয়ালদা-রানাঘাট AC লোকাল এবার বেলঘরিয়া ও শ্যামনগরে দাঁড়াবে।

শিয়ালদা-বনগাঁ-রানাঘাট AC লোকাল এবার চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা ও বিরাটিতে থামবে।

এর আগে, বনগাঁ-শিয়ালদা শাখার AC লোকাল ট্রেন বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর ও বনগাঁ স্টেশনে থামত। নতুন স্টপ যুক্ত হয়ে এখন এই ট্রেনে চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা ও বিরাটিও সংযুক্ত হল।

Advertisements

বাড়ল স্টপেজ Sealdah AC local train

শিয়ালদা-রানাঘাট AC লোকাল এতদিন বিধাননগর রোড, দমদম জংশন, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা ও রানাঘাটে দাঁড়াত। নতুন নিয়ম অনুযায়ী এবার বেলঘরিয়া ও শ্যামনগরও স্টপ হিসেবে যুক্ত হলো।

রেলের পক্ষ থেকে বলা হয়েছে, এই বাড়তি স্টপ আপাতত মাত্র এক মাসের জন্য প্রযোজ্য হবে। ১৫ সেপ্টেম্বর থেকে নতুন স্টপে থামা শুরু হবে। তবে, যাত্রীসংখ্যা অনুযায়ী পরবর্তীতে এই সময়সীমা বাড়িয়ে স্থায়ী করা হতে পারে। প্রতিদিন এই স্টপগুলিতে কতজন যাত্রী ব্যবহার করছেন, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

West Bengal: Sealdah AC local trains get new stops on the Sealdah-Ranaghat and Sealdah-Bongaon-Ranaghat routes. The move, effective from September 15, is a temporary measure for the Puja rush and addresses long-standing passenger demand.