Purba Bardhaman: সাপের আতঙ্কে পরীক্ষা বন্ধ, স্কুলে ছুটি

সাপের ভয়ে পরীক্ষা বন্ধ করে স্কুল ছুটি দিয়ে দিল পূর্ব বর্ধমানের কালনার মহিষমদির্নী গার্লস ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। আতঙ্কে ছাত্রী থেকে শিক্ষিকারা। সাপের দেখা না মেলায় আতঙ্ক গ্রাস করেছে গোটা বিদ্যালয়কে। পূর্ব বর্ধমানের কালনা শহরের বহু পুরোনো নামকরা বিদ্যালয় এটি।

Advertisements

মহিলাদের এই স্কুলে প্রায় ৮০০ ছাত্রী পড়াশোনা করে ক্লাস ফাইভ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। বিদ্যালয়ের নাম যথেষ্ট উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে। কাল থেকে শুরু হয়েছে হাফ ইর্য়ালি পরীক্ষা। আতঙ্কিত শিক্ষিকারাও। খবর দেওয়া হয় সর্প বিশারদকে। স্কুলের কোণায় কোণায় দেখা মেলেনি সাপের। আজকের মতো পরীক্ষা বন্ধ হয়ে গেলেও, আগামীকাল পরীক্ষা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যতদিন না সাপের দেখা না মেলে ততদিন আতঙ্কে থাকবে মহিষমদির্নী গার্লস ইন্সটিটিউশনের ছাত্রী থেকে শিক্ষিকারা।

Advertisements

ওই বিদ্যালয়ের একজন শিক্ষিকা বলছেন, “সাপের দেখা পাওয়া গেছে বলে আজ স্কুল ছুটি দেওয়া হয়েছে। সর্প বিশারদ সাপ খুঁজে পাননি। সাপের ভয়েই ছুটি দেওয়া হয়েছে ছাত্রীদের‌। তাদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত।