দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, সংশোধন বা ঠিকানা পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি ঘুরে এনিউমারেশন ফর্ম বিলি করছেন। কোথাও প্রক্রিয়া শেষের দিকে, কোথাও বা সদ্য শুরু। অনেকে অনলাইনে ফর্ম পূরণ করছেন, কেউ আবার কাগজপত্রের যোগান দিতে হিমশিম খাচ্ছেন। এই পুরো প্রক্রিয়া (SIR) যতই জরুরি হোক না কেন, এর মধ্যেই নতুন দুশ্চিন্তার নাম হয়ে উঠছে সাইবার প্রতারণা।
যেভাবে চলছে এসআইআর প্রক্রিয়া, তাতে নাগরিকদের ব্যক্তিগত তথ্য, যেমন আধার নম্বর, ঠিকানা, জন্মতারিখ, ভোটার আইডি নম্বর ইত্যাদি আপডেট করতে হয়। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারক চক্র। অনলাইনে “SIR Update Help”, “Voter Correction Online”, বা “BLO Contact Portal” নামে তৈরি হচ্ছে ভুয়ো ওয়েবসাইট। অনেক ক্ষেত্রেই এই সাইটগুলো দেখতে একেবারে সরকারি পোর্টালের মতো। কিন্তু আসলে এগুলো প্রতারণার ফাঁদ।
অনেকে গুগল বা সোশ্যাল মিডিয়ায় সার্চ করছেন— “voter list update online”, “SIR form download”, “voter correction documents required” ইত্যাদি। এই সার্চের ফলেই তারা পৌঁছে যাচ্ছেন প্রতারকদের তৈরি পেজে। সেখানে “ডকুমেন্ট ভেরিফিকেশন”, “অনলাইন হেল্প ফি” বা “রেজিস্ট্রেশন চার্জ” এর নামে ১০০ থেকে ৫০০ টাকার মতো অর্থ চাওয়া হচ্ছে। অনেকে মনে করছেন সরকারি পরিষেবা ফি হিসেবে এটা দেওয়াই স্বাভাবিক। অর্থ পাঠানোর পর কেউ যোগাযোগ পাচ্ছেন না, কেউ পাচ্ছেন ভুয়ো সার্টিফিকেট বা অচল লিঙ্ক।
আরও বিপজ্জনক হল— প্রতারকরা অনেক সময় ভুয়ো “BLO” বা “Election Officer” পরিচয়ে ফোন করছে। “আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে”, “নথি না দিলে আবেদন বাতিল হয়ে যাবে”— এমন ভয় দেখিয়ে তারা নাগরিকদের কাছ থেকে আধার নম্বর, ভোটার আইডি নম্বর বা ব্যাংক ডিটেলস জেনে নিচ্ছে। এরপর মুহূর্তের মধ্যেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট।
- সরকারি পোর্টালের ঠিকানা সব সময় হয় .gov.in বা .eci.gov.in দিয়ে শেষ। অন্য কোনো এক্সটেনশন যেমন .com, .net, বা .in.net থাকলে তা সন্দেহজনক।
- অফিসিয়াল BLO বা নির্বাচন দপ্তর কখনও ফোন বা মেসেজে ব্যক্তিগত নথি বা OTP চায় না।
- যদি কোনো ওয়েবসাইটে “Registration Fee”, “Priority Update”, “Verification Charge” ইত্যাদি দেখা যায়, সঙ্গে সঙ্গে সরে আসুন।
