Supreme Court on The Kerala Story ‘দ্য কেরালা স্টোরি’ বাংলায় দেখানো যাবে! : সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গ সরকারের এই নিশেধাজ্ঞার পর নানা মহল থেকে সমালোচনার ঝড় ওঠে।

Kerala Congress and Left Government Reject Plea, Order Release of 'The Kerala Story'

জোর ধাক্কে খেল রাজ্য সরকার। ‘দ্যা কেরালা স্টোরি’ বাংলাতেও দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান যে ‘দ্যা কেরালা স্টোরি’ বাংলার কোনো সিনেমা হলে দেখানো যাবেনা। মুখ্যমন্ত্রী মমতা জানান যে তিনি এমন নির্দেশ দেন যাতে এই ছবিকে কেন্দ্র করা কোনও রকম অশান্তি না হয়।

   

পশ্চিমবঙ্গ সরকারের এই নিশেধাজ্ঞার পর নানা মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। সিনেমার নির্মাতা এবং পরিচালক দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর বাংলার সিনেমা হলে ‘দ্যা কেরালা স্টোরি’ দেখানো যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন