ফের পিছল DA মামলা! হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা, ফের শুনানি কবে?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি৷ সুপ্রিম রায় জানার জন্য আরও দু’মাস অপেক্ষা করতে হবে রাজ্য সরকারের কর্মচারীদের৷ আগামী মার্চ মাসে মহার্ঘ ভাতা…

Supreme Court Rules Wife Can Claim Maintenance from Husband Even Without Living Together

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি৷ সুপ্রিম রায় জানার জন্য আরও দু’মাস অপেক্ষা করতে হবে রাজ্য সরকারের কর্মচারীদের৷ আগামী মার্চ মাসে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। (sc postponed da case hearing)

পিছল অন্যান্য মামলাও sc postponed da case hearing

ডিএ ছাড়াও মঙ্গলবার এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলা এবং ওবিসি (অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) শংসাপত্র মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। ওই দু’টি মামলার শুনানিও পিছিয়ে যায়৷ মঙ্গলবার সময়ের অভাবে ডিএ মামলা শুনতে পারল না দুই বিচারপতির বেঞ্চ৷ 

   

সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্টে এদিন ডিএ মামলার শুনানি ছিল আদালতের চার নম্বর ঘরে৷ বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এভিএন ভাট্টির বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে  ক্রমতালিকায় একদম শেষের দিকে থাকায় এদিন শুনানি হবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বেধেছিল। সবশেষে সন্দেহই সত্যি হল৷ 

শেষ শুনানি ১ ডিসেম্বর sc postponed da case hearing

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি অবসর নেবেন বিচারপতি রায়।  চলতি মাসে এই মামলার শুনানি না হওয়ায় স্বাভাবিক ভাবেই ফের বেঞ্চ বদল হবে ডিএ মামলার। এর আগেও ডিএ মামলার বেঞ্চ বদল হয়েছে৷ বিচারপতি মাহেশ্বরী অবসর নেওয়ার পর মামলা যায় বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে।

২০২২ সালের ২৮ নভেম্বর প্রথম সুপ্রিম কোর্টে ওঠে রাজ্যের ডিএ মামলা৷ ২০২৪-এর ১ ডিসেম্বর শেষ বার এই মামলার শুনানি হয়। তার আগে ২০২৪ সালের ৩ নভেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তার পরে সময়ের অভাবে আর ডিএ মামলার শুনানি হয়নি৷