“একসূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন..”

সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য উদ্যোগী “শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট”। তারা বিগত বেশ কিছু বছরের মত এবারেও দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য “বিদ্যারত্ব স্কলারশিপ” প্রদানের কাজ…

Sarodia Vidyaratna Scholarship programme at Refuge Campus

সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য উদ্যোগী “শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট”। তারা বিগত বেশ কিছু বছরের মত এবারেও দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য “বিদ্যারত্ব স্কলারশিপ” প্রদানের কাজ চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে ওই মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে।

স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তীর বিশেষ দিনে, অর্থাৎ ১২ই জানুয়ারি ২০২৫ (রবিবার), “শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট” -র উদ্যোগে এই শিক্ষাবর্ষের “বিদ্যারত্ন” স্কলারশিপ-এর শুভ সূচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল কলকাতার শতাব্দী প্রাচীন দ্যা রেফিউজ আশ্রমে। এই দিন শতাব্দী প্রাচীন এই আশ্রমের বেশ কিছু ছাত্রছাত্রীর মধ্যে “বিদ্যারত্ব ২০২৫” স্কলারশিপ, এবং পড়াশোনার সামগ্রী প্রদান করা হয়।

   

আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু করা হয়েছে। গত বছর পশ্চিমবঙ্গের ৪০ জন মেধাবী ছাত্রছাত্রী এই স্কলারশিপ পেয়েছে, যা তাদের শিক্ষাজীবনকে মসৃণ ও উজ্জ্বল করতে সহায়তা করেছে। এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটিয়েছে এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলেছে। শিক্ষার আলো পৌঁছে দেওয়ার পথে এ এক নতুন অধ্যায়ের সূচনা।

মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে; কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই ২৪ পরগনার বিভিন্ন প্রতিষ্ঠান, প্রত্যন্ত গ্রামের দরিদ্র ছাত্রছাত্রী, এমনকি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যেরও আর্থিক ভাবে অস্বচ্ছল ছাত্রছাত্রীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে শারদীয়ার নিবেদন “বিদ্যারত্ন”। শুধুমাত্র আর্থিক অভাবের কারণে যারা তাদের শিক্ষা এগিয়ে নিয়ে যেতে পারছে না, তাদের জন্য “শারদীয়া”-র এই বিশেষ উদ্যোগ। শিক্ষার আলো পৌঁছে দিতে এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে অঙ্গীকারবদ্ধ “শারদীয়া”।

এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌমন কুমার সাহা জানিয়েছেন, “আমরা শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের সকল সদস্য মিলে স্বার্থহীন সামাজিক দায়বদ্ধতার পথ ধরে এগিয়ে চলার সংকল্প নিয়েছি। উৎসবের সময় কিংবা শীতের প্রান্তে দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। তবে আমরা মনে করি, শুধুমাত্র একটি জামা-কাপড়, শীতবস্ত্র বা একবেলার খাবার দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই আমরা দীর্ঘদিন ধরে ‘বিদ্যারত্ন স্কলারশিপ’ প্রকল্পের মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করছি। আমাদের লক্ষ্য, তারা ভবিষ্যতে স্বনির্ভর হয়ে নিজেদের পরিবার এবং সমাজের পাশে দাঁড়াতে পারে।”

গত ১৩ বছর ধরে “শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট” সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় রয়েছে। বর্তমানে তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ২৫ টিরও বেশি বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের সঙ্গে সরাসরি যুক্ত। “শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট”-র এই মানবিক উদ্যোগ সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।