কলকাতা: নিম্নচাপের (Depression) চোখরাঙানির মাঝেই দেবী দুর্গার বোধন হল নির্বিঘ্নেই। ষষ্ঠীর সকাল থেকেই রোদঝলমলে দিনে পুজোর আনন্দে মাতলেন আপামোর বাঙালি। তবে পুজোর মধ্যেই আকাশের মুখ ভার হবে বলে আগেই জানিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। গত মঙ্গলবারের জলমগ্ন কলকাতার আতঙ্ক নিয়েই তাই ঝটপট উত্তর থেকে দক্ষিণের ঠাকুর দেখা সেরে ফেলছেন প্রায় সকলেই। পাছে অষ্টমীর পর থেকে আবহাওয়া সত্যিই বিগড়ে যায়!
তবে সপ্তমীর দিন থেকেই আবহাওয়ায় (Weather) বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা গিয়েছে। এদিন মোটের উপর আকাশ পরিষ্কার থাকলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পচিমের কিছু জেলাতেও। তবে কলকাতাবাসীর জন্য স্বস্তির খবর হল, সপ্তমীর সন্ধ্যায় শহরে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বইতে পারে ঝড়ো হাওয়া। তাই নিম্নচাপের আগে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবেন কলকাতাবাসী। সেইসঙ্গে প্যাচপেচে গরমে ঘেমেনেয়ে করতে হবে না প্যান্ডেল হপিং।
অষ্টমী-নবমীতে হতে পারে আকাশের মুখ ভার
ষষ্ঠী, সপ্তমী নির্বিঘ্নে কাটলেও অষ্টমী-নবমীতে পুজোর আনন্দে ‘জল’ ঢালতে পারেন বরুণদেব। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমীর দিন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে অষ্টমী ও নবমীতে বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের একাধিক জেলা।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সহ মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, বীরভূম ও উত্তর ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর দিন বাড়তে পারে বৃষ্টির দাপট। তাই প্যান্ডেল হপিং হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা, যত তাড়াতাড়ি সম্বন সেরে ফেলাই ভালো। কিন্তু হাঁটুজল ঠেলে উৎসব প্রিয় বাঙালি কলকাতার পুজো দেখতে বেরতে পারলে, বৃষ্টি বা মন্দ আবহাওকে কাঁচকলা দেখিয়ে আনন্দে ভাঁটা পড়তে দেবেন বলে মনে হয় না। কেননা, পুজো বছরে একবারই আসে!