বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন সুকান্ত-শান্তনু

বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। সূত্র মারফৎ জানা গিয়েছে যে দুজনকেই গত শনিবার ফোন করেছিলেন নরেন্দ্র মোদী। সেইমতো রবিবার সকালেই দুজনেই…

santanu thakur

বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। সূত্র মারফৎ জানা গিয়েছে যে দুজনকেই গত শনিবার ফোন করেছিলেন নরেন্দ্র মোদী। সেইমতো রবিবার সকালেই দুজনেই রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। এইদিন মোদী আমন্ত্রিত চা চক্রে দুজন উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। তবে তাঁদের কি পূর্ণমন্ত্রী করা হবে নাকি প্রতিমন্ত্রী করা হবে সেই নিয়ে জল্পনা রয়েছে এখনও।  

কে হবেন বিজেপির নতুন রাজ্য সভাপতি? একাধিক নাম নিয়ে জল্পনা

Advertisements

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ