সন্তোষপুর স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২টি দোকান

সন্তোষপুর: বিধ্বংসী আগুনে কার্যত অচল দক্ষিণ কলকাতার সন্তোষপুর স্টেশন চত্বর। চারদিক ঢেকে গিয়েছে কুণ্ডলী পাকানো ধোঁয়ায়। মঙ্গলবার সকালে হঠাৎই অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকলের…

Santoshpur Station Fire

সন্তোষপুর: বিধ্বংসী আগুনে কার্যত অচল দক্ষিণ কলকাতার সন্তোষপুর স্টেশন চত্বর। চারদিক ঢেকে গিয়েছে কুণ্ডলী পাকানো ধোঁয়ায়। মঙ্গলবার সকালে হঠাৎই অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে ঘটনাস্থলে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এরই মধ্যে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, কারণ আগুনের জেরে ব্যাহত হয়েছে বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল।

স্টেশন-সংলগ্ন একটি দোকান থেকেই আগুন

প্রত্যক্ষদর্শীদের কথায়, সকালে প্রথমে স্টেশন-সংলগ্ন একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা বালতি-বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়ি ও দোকানগুলিতে। এলাকাজুড়ে দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়ঙ্কর আকার নেয়।

   

গ্যাস সিলিন্ডার থেকেই আগুন Santoshpur Station Fire

 

প্রাথমিক তদন্তে দমকল সূত্রে অনুমান, কোনও একটি দোকানের গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ছড়িয়েছে। এতে স্টেশন সংলগ্ন অন্তত ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে, সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর মেলেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলেই মনে করা হচ্ছে।

Advertisements

অন্যদিকে, আগুনের প্রভাব পড়েছে রেল চলাচলেও। আগুনের কারণে বজবজ-শিয়ালদহ লাইনে ট্রেন স্বাভাবিকের তুলনায় অনেকটা দেরিতে চলছে। নিরাপত্তার স্বার্থে ট্রেনের গতি কম রাখা হয়েছে। প্ল্যাটফর্ম ও আশপাশে আতঙ্ক ছড়ালেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চালাচ্ছে দমকল ও রেল কর্তৃপক্ষ।

West Bengal: A devastating fire at Santoshpur station in South Kolkata has disrupted train services on the Budge Budge-Sealdah line. The fire, suspected to have originated from a gas cylinder, gutted several shops near the station. Two fire engines are on site, but commuters face heavy delays.