Santosh Mitra Square: বিতর্কের আবহে রুদ্রনীলের প্রতীকী খোঁচা

কলকাতা: বছর ঘুরে মা এসেছেন ঘরে। সাজো সাজো রব কলকাতা জুড়ে। কিন্তু যে পুজোর উদ্বোধন করে গেলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ২০২৫ দুর্গাপুজোর আবহে বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই সন্তোষ মিত্র স্কোয়ার। উদ্বোধনের আগে থেকেই ‘পহেলগাম’ থিমের পুজো মন্ডপকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা, বিতর্ক অব্যাহত।

Advertisements

এই আবহে তৃণমূল কংগ্রেসকে প্রতীকের মাধ্যমে খোঁচা মেরে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা সজল ঘোষের পাধে দাঁড়ালেন বর্তমানে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সমাজমাধ্যমে একটি প্রতীকী কার্টুনের ছবি পোস্ট করে তিনি লেখেন, বুঝতে পারেনি সজল ঘোষ, আসলে কোথায় লুকিয়ে দোষ! সবাইকে শুভ দুর্গাপুজো।” প্রতীকী কার্টুনটিতে দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের ‘প্রতীকী উদ্যোক্তা’-কে একটি নোটিশ দেখাচ্ছে পুলিশ। যাতে লেখা, “সিঁদুর ওনার অপছন্দ”। পেছনে লাল-বৃত্তে লেখা রয়েছে “অপারেশন সিঁদুর”।

পুজো বন্ধ করতে হবে বলেছিলেন সজল ঘোষ

Advertisements

কলকাতা পুলিশ সন্তোষ মিত্র স্কোয়ারে নানা ভাবে সমস্যার সৃষ্টি করছে, এরকম চলতে থাকলে পুজো বন্ধ করতে বাধ্য হবেন বলে ঘোষণা করেছিলেন সজল ঘোষ। শনিবার কার্যত পুজো বন্ধ হয়ে যাওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। রবিবার, সজলের পুজো বন্ধ হলে রক্ত গঙ্গা বওয়ার হুমকি দেন বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং।

মন্ডপে প্রবেশে বাধা, বিশেষ আমন্ত্রিতদেরকেই প্রবেশাধিকার দেওয়া, ব্যারিকেড নিয়ে দর্শনার্থীদের তরফেও উঠে আসে একাধিক অভিযোগ। প্রসঙ্গত, চতুর্থীর দিন মহাসমারোহে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মন্ডপ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ক্লাবে পৌঁছনর আগেই তাঁর পোস্টার গায়েব হয়ে যাওয়া নিয়ে শাসকদলের দিকে আঙ্গুল তোলে বিজেপি। এরপর বোধনের আগেই অমিত শাহ মা দুর্গার আরতি করা নিয়ে তৃণমূলের পক্ষ থেকেও কটাক্ষ করা হয়।