HomeWest BengalSantiniketan: হেরিটেজ সেন্টার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে শান্তিনিকেতন

Santiniketan: হেরিটেজ সেন্টার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে শান্তিনিকেতন

- Advertisement -

ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে বাংলার আরও এক স্থান। জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবে ইউনেস্কো।

বীরভূমের শান্তিনিকেতনই (Santiniketan) এবার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষিত হতে পারে। কারণ ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকোমসের তরফে শান্তিনিকেতনের অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়েছে।

   

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক সম্মেলন রয়েছে। সেই সম্মেলন থেকেই এই ঘোষণা করা হবে।

টুইটারে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী ভারতের ঐতিহ্যবাহী স্থানগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্নপূরণে আরও একধাপ এগোল। যদিও এবিষয়ে রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বর্তমানে একাধিক কারণ বিতর্কের কেন্দ্র শান্তিনিকেতন। রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে, কেন্দ্র পরিচালিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তিনিকেতনের ঐতিহ্য নষ্ট করছেন। রাজ্যের বিরুদ্ধে পালটা সরব হয়েছে কেন্দ্র।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular