কলকাতা: বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ঘিরে বৃহস্পতিবার দেখা দিল চরম অশান্তি। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা। পাল্টা তাঁদের দিকে তেড়ে যান তৃণমূলের কয়েকজন বিধায়ক। পরিস্থিতি দ্রুত হাতাহাতিতে গড়ালে বিধানসভা অন্দরে রীতিমতো নাটকীয়তা তৈরি হয়।
শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বার করল মার্শাল
ঘটনার কেন্দ্রে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে তিনি বারবার স্লোগান তুলছিলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করলেও শঙ্কর ঘোষ অনড় থাকেন। শেষপর্যন্ত তাঁকে সাসপেন্ড ঘোষণা করা হলে মার্শালরা কক্ষ থেকে তাঁকে বার করার চেষ্টা করেন। তখনই শুরু হয় ধস্তাধস্তি। জনা দশেক মার্শাল মিলে তাঁকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যান। এ সময় আঘাত পান শঙ্কর ঘোষ। বিধানসভা কক্ষেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
অ্যাম্বুলেন্সে হাসপাতালে sankar ghosh injury
অবস্থার অবনতি হওয়ায় বিধানসভায় ঢোকে অ্যাম্বুলেন্স। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে শঙ্কর ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পরে তাঁকে এসএসকেএম জে এন রায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। শুভেন্দুর অভিযোগ, “ওরা মার্শাল নয়, তৃণমূলের গুন্ডা। আমাদের বিধায়কের ওপর হামলা চালানো হয়েছে।”
কীভাবে বাড়ল উত্তেজনা
ঘটনার সূত্রপাত অধিবেশনের দ্বিতীয়ার্ধে। আগে নির্ধারিত ছিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য। কিন্তু তিনি উপস্থিত না থাকায় মুখ্যমন্ত্রীকে কথা বলার আহ্বান জানান স্পিকার। এর মাঝেই অগ্নিমিত্রা ফিরে আসেন এবং তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হলেও সময় কমিয়ে দেওয়া হয়। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ও বাঙালির মর্যাদা রক্ষার প্রসঙ্গ তুলতেই বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে শুরু করেন। মমতার ভাষণ প্রায় থেমে যায়।
মুখ্যমন্ত্রীর আক্রমণ
অশান্তির মাঝেই মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ শানান। মোদী ও অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, “ওরা চোর।” তৃণমূল বিধায়কেরাও মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলান। পরে নিজেই ওয়েলে নেমে দলের বিধায়কদের শান্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিস্থিতি এখনও উত্তপ্ত
বিজেপি দাবি করছে, বিধানসভায় তাঁদের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে এবং তাঁদের বিধায়কের ওপর হামলা হয়েছে। তৃণমূল পাল্টা অভিযোগ তুলেছে, বিজেপি নিয়ম ভঙ্গ করে ইচ্ছাকৃত অশান্তি ছড়িয়েছে। ঘটনার জেরে রাজনৈতিক তরজাও তীব্র আকার ধারণ করেছে।
West Bengal: Chaos erupted in the West Bengal Assembly as BJP MLAs protested during Chief Minister Mamata Banerjee’s speech, leading to a physical altercation where marshals forcibly removed BJP’s Shankar Ghosh, who was later hospitalized.