Sandeshkhali Incident: রক্তারক্তি কাণ্ড সন্দেশখালিতে, পুলিশ ক্যাম্পে হামলায় আহত কনস্টেবল

শেখ শাহজাহান গ্রেফতার হলেও সন্দেশখালি (Sandeshkhali Incident) আছে সন্দেশখালিতেই! অশান্তি আর হিংসা যেন পিছু ছাড়ছে না সন্দেশখালির। ইডির পর এবার শাহজাহানের খাসতালুকে আক্রান্ত খোদ পুলিশ।…

West Bengal Police

শেখ শাহজাহান গ্রেফতার হলেও সন্দেশখালি (Sandeshkhali Incident) আছে সন্দেশখালিতেই! অশান্তি আর হিংসা যেন পিছু ছাড়ছে না সন্দেশখালির। ইডির পর এবার শাহজাহানের খাসতালুকে আক্রান্ত খোদ পুলিশ। সোমবার গভীর রাতে সন্দেশখালি থানার অন্তর্গত শীতুলিয়া পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত প্রায় ১১টা নাগাদ শীতুলিয়া পুলিশ ফাঁড়িতে আচমকা কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে। কোনও কিছু বুঝে ওঠার আগেই পুলিশকর্মীদের ওপর আক্রমণ শুরু হয়। এক কনস্টেবলকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর আহত হন তিনি। আপাতত ওই কনস্টেবল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। 

   

সন্দেশখালির একটি ফ্লাড সেন্টারে রয়েছে শীতুলিয়ার পুলিশ ফাঁড়িটি। কী কারণে ওই পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হল তা নিয়ে সন্দিহান এলাকার বাসিন্দারাও। এর আগে সন্দেশখালির একাধিক গ্রামে অশান্তির ঘটনা ঘটলেও বিগত কয়েক মাস ধরে শীতুলিয়া শান্তই ছিল। সেখানে গভীর রাতে এই হামলার ঘটনায় চিন্তার ভাঁজ পুলিশের কপালে। ঠিক কী কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।