এই বাংলার মায়াভরা পথে…তুষারে আরও মোহময়ী সান্দাকফু

Sandakphu: এই হেমন্তে বাংলার শিখরে তুষারের হাতছানি। শীতে কি এবার তুষারপাত খুবই আকর্ষণীয় হবে বলে পর্যটকরা আশায় বুক বাঁধছেন। যেভাবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) হঠাৎ প্রাক শীতে…

short-samachar

Sandakphu: এই হেমন্তে বাংলার শিখরে তুষারের হাতছানি। শীতে কি এবার তুষারপাত খুবই আকর্ষণীয় হবে বলে পর্যটকরা আশায় বুক বাঁধছেন। যেভাবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) হঠাৎ প্রাক শীতে সান্দাকফুতে (Sandakphu) তুষারপাত হয়েছে তাতে আবহাওয়া বিশেষজ্ঞরা চমকে গেছেন। পরপর দুদিন তুষারে ঢাকল পশ্চিমবঙ্গের শিখর। শুক্রবার (২২ নভেম্বর) সিকিমের সংবাদমাধ্যমে পশ্চিমবঙ্গের সান্দাকফুর বিভিন্ন ছবি প্রকাশ করা হয়। তুষারপাতের পর মোহময়ী এই অঞ্চল।

   

সান্দাকফুতে টানা দুদিন তুষারপাত হয়েছে। গত বছর ৭ ডিসেম্বর দার্জিলিংয়ে তুষারপাত হয়েছিল। এবার নভেম্বর তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞ বলছেন, অক্টোবর মাসের শেষে সিকিমে তুষারপাত হয়। এবারও সেরকমই হয়েছে। আর নভেম্বরের শেষে এসে বাংলার মাটিতে তুষারপাত হতে শুরু করেছে।

দার্জিলিং জেলার সান্দাকফুতে তুষারপাতের শিলিগুড়িসহ রাজ্যের অন্যান্য এলাকা থেকে আসন্ন ডিসেম্বর ও জানুয়ারিতে ট্যুর অপারেটরদের বুকিং বাড়ছে বলেই জানা গেছে।

সান্দাকফুর উচ্চতা ১১,৯৩০ ফুট। ভারত- নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শিখর এটি। এই পর্বত শিখর সিঙ্গালিলা জাতীয় উদ্যানের মধ্যে পড়ছেন।বিশ্বের শীর্ষ পাঁচটি পর্বত শিখরের চারটি যথা এভারেস্ট , কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালুকে সান্দাকফু শীর্ষ থেকে দেখা যায়।

দার্জিলিং শহরে তুষারপাতের সম্ভাবনা এবার বেশি বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।