TMC: ভোটের আগে পরপর জয় সংবাদে উল্লাস তৃণমূল শিবিরে

পঞ্চায়েত ভোটের আগেই জয়ী শাসকদল। শাসকদলের জয়ের খবর এল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ও হাড়োয়ায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি গ্রাম পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল। শুক্রবার…

TMC

পঞ্চায়েত ভোটের আগেই জয়ী শাসকদল। শাসকদলের জয়ের খবর এল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ও হাড়োয়ায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি গ্রাম পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল।

শুক্রবার সকাল থেকেই মিষ্টিমুখ করে ও ফুলের মালা পরিয়ে জয়ী প্রার্থীদের জয় উদযাপন করা হল।

শাসকদল সূত্রে খবর, বসিরহাটের হাড়োয়া ব্লকের বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ২৩টি গ্রাম সভা, তিনটি পঞ্চায়েত সমিতি আসন জেতেন তৃণমূল প্রার্থীরা। একই সঙ্গে মিনাখাঁ ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি গ্রাম সভা ও ৩টি পঞ্চায়েত সমিতির আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো শাসক দল। এই দুটি পঞ্চায়েতে বিরোধীরা কোনও প্রার্থীই দিতে পারেনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ওই দিনই উত্তপ্ত হয়েছিল রাজ্যের বিভিন্ন অঞ্চল। বিরোধীরা বারবার অভিযোগ করে তাদের মনোনয়নে বাধা দিয়েছে শাসকদল। অভিযোগ গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত।

Advertisements

রাজ্যের তরফে দাবি করা হয়, মিনাখাঁর সিপিএম-এর চার জন প্রার্থীকে মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য পুলিশ ডাকাডাকি করেছিল অনেকবার কিন্তু তারপরও তারা জমা দেননি।

প্রসঙ্গত, শুধু উত্তর ২৪ পরগনা নয়, এর পাশাপাশি গতকাল আসনসোলের জগৎবল্লভপুর ব্লকের ইসলামপুর অঞ্চলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় শাসক শিবির।