রমরমিয়ে বালি চুরি চলছে গঙ্গারামপুর সংলগ্ন পুনর্ভবা নদীতে

শঙ্কর দাস, বালুরঘাট : বালি চুরি চক্রের স্বর্গরাজ্য এখন দক্ষিণ দিনাজপুরের পুনর্ভবা নদী চর। অভিযোগ, প্রতিদিনই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নদী থেকে বালি তুলে…

Sand mafia rivar sand smuggling at south dinajpur

শঙ্কর দাস, বালুরঘাট : বালি চুরি চক্রের স্বর্গরাজ্য এখন দক্ষিণ দিনাজপুরের পুনর্ভবা নদী চর। অভিযোগ, প্রতিদিনই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নদী থেকে বালি তুলে তা পাচার করছে বালি মাফিয়ারা। যারফলে আর্থিক ক্ষতির মুখে সরকারি টেন্ডার প্রাপ্ত সংস্থা। টেন্ডার পাওয়া সংস্থাকে কোনওরকম লাভ্যাংশ না দিয়ে প্রকাশ্য বালি পাচার করে চলেছে বালি মাফিয়ারা। ফলে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা।

লক্ষ্ণীর ভাণ্ডারের ফেরৎ ফর্ম! এবার প্রতি-আক্রমণে তৃণমূল, রাজ্যের কাছে বড় দাবি কুণালের

   

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মাহুরকিসমত এলাকায় পুনর্ভবা নদীর হরিতলাঘাটের বালি তোলার বরাত পায় পেয়েছেন পূর্ব বর্ধমানের একটি সংস্থা। নিয়মানুযায়ী ওই সংস্থার কাছ থেকে চালান কেটে স্থানীয় ব্যবসায়ীদের বালি তুলে তা বিক্রি করাই নিয়ম। কিন্তু এলাকার বালি মাফিয়ারা ওই সংস্থা থেকে কোনও চালান না কেটেই গায়ের জোরে বালি তুলে বিক্রি করছেন বলে অভিযোগ। বরাতপ্রাপ্ত সংস্থার তরফে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সুরাহা মেলেনি বলেও অভিযোগ।

রাজ্যের সিট বাতিল! আর জি কর দুর্নীতির গোটা তদন্ত সিবিআইয়ের: হাইকোর্ট

এলাকায় বালু মাফিয়া চক্রের নেটওয়ার্ক অত্যন্ত সক্রিয়। পুলিশি অভিযানের খবর আগেভাগেই পেয়ে যাচ্ছেন মাফিয়ারা। অগত্যা খালি হাতেই ফিরে আসতে হচ্ছে পুলিশকে। সাংবাদিকদেরও খবর করতে প্রবল বাধার সন্মুখীন হতে হচ্ছে।

পুজোয় কলকাতা-পুরী স্পেশ্যাল ট্রেন রেলের

বরাতপ্রাপ্ত সংস্থার কর্ণধার তাপস বিশ্বাস জানিয়েছেন যে তিনি সরকারি ভাবে নিলামে ওই ঘাটের বালি তোলার টেন্ডার পেয়েছেন। এলাকার বালু পাচারকারীরা তাঁকে কোনও রয়্যালটি প্রদান বা চালান না কেটেই বালি তুলে বিক্রি করে দিচ্ছে। বিষয়টি জেলা ভূমি দফতরে জানিয়েও কিছু সুরাহা পাননি।