Ritabrata Banerjee: দেশের প্রধানমন্ত্রী হিসেবে হুগলির তাঁতের শাড়ি পরে বক্তৃতা দেবেন মমতা: ঋতব্রত

Ritabrata Banerjee Mamata Banerjee

বুধবার শ্রমিক সমাবেশে হাজির ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল জেলা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)৷ উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী সহ জেলা নেতৃত্ব।

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন তিনি। ঋতব্রত বলেন যে, “২০২৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি লালকেল্লা থেকে হুগলির তাঁতের শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।”

   

হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল জেলা আইএনটিটিইউসির উদ্যোগে চাঁপদানি পলতার ঘাট এলাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশেই উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ তথা আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

এইদিন মঞ্চ থেকে জেলার বিভিন্ন ব্লকের দুই-একজন করে অবসরপ্রাপ্ত শ্রমিকদের সংবর্ধনা দেওয়া হয়। আট ঘণ্টা কাজের অধিকার ও তাঁদের ন্যায্য পাওনার দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন ঋতব্রত।

ঋতব্রত বলেন, “২০২৪ এ দেশের প্রথম বাঙালী প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি লালকেল্লা থেকে হুগলির তাঁতের শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আর ভারতবর্ষের স্বপ্ন সেই ভাষণে জীবন্ত হবে।”

অ্যাঙ্গাস জুটমিলের দশ টাকা করে শ্রমিকদের বেতন কেটে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টা আপনাদের থেকেই শুনলাম। নিশ্চই শ্রমমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে কথা বলব।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন