HomeTop Storiesনবান্নে বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে মুখ খুললেন তিলোত্তমার পরিবার

নবান্নে বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে মুখ খুললেন তিলোত্তমার পরিবার

- Advertisement -

আরজি কর কাণ্ডে (RG Kar) তিলোত্তমার বিচার চেয়ে জুনিয়ার চিকিৎসকেরা (junior Doctors) পথেই দিন কাটাচ্ছে একমাস ধরে৷ আজ ১৪ সেপ্টেম্বর ফের এক রাত দখলের জন্য ডাক হবু জাক্তারদের৷ প্রায় পাঁচদিন কেটে গেলেও স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ সম্প্রতি বহু আশা নিয়ে তিলোত্তমার সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হয়েছিলেন তাঁরা কিন্তু সেই বৈঠকও ভেস্তে যায়৷

প্রসঙ্গত. জুনিয়ার চিকিৎসকরা পাঁচটি দাবি নিয়ে নবান্নে পৌঁছান৷ কিন্তু সেই দাবি অনুযায়ী,লাইভ স্ট্রিমিং-এর কথা বলা হয়েছিল৷ যদিও লাইভ স্ট্রিমিং করা হবে না,এই অজুহাতে মুখ‌্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যায় জুনিয়র ডাক্তারদের৷ চিকিৎসকদের পাশাপাশি তিলোত্তনমার বাবা-মাও এই বিষয় নিয়ে হতাশ হয়ে পরেন৷

   

বৈঠক না হওয়ার কারণে ফের মুখ খুললেন এবার নির্যাতিতার বাবা-মা৷ এক সাাক্ষাৎকারে স্পষ্টত ক্ষোভের সুরে তাঁরা জানালেন, এখন সুপ্রিম কোর্টের শুনানির জন‌্য অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তা নেই তাঁদের কাছে। মেয়ের তদন্ত কোন পর্যায়ে রয়েছে কোনও কিছুই বোঝা যাচ্ছে না৷ ৷ ওইদিন যদি নবান্নে বৈঠক হত তাহলে একটা সুষ্ঠভাবে সমাধানের পথ হয়তো বেরিয়ে আসতো৷ যা হল খুব খারাপ হল। ছাত্ররা আন্দোলন করছে,ওদের খুব কষ্ট হচ্ছে। আন্দোলনে ওঁরা সকলকেই পাশে পেয়েছে৷ কিন্তু ওঁরা এই বিক্ষোভ থেকে সরে যায়নি, আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনকারী চিকিৎসকরা এনিয়ে যা বলার বলছেন। তিনি এর বেশি আর কী বলবেন। তবে,মুখ্যমন্ত্রীর সঙ্গে ছাত্রদের বৈঠকটা হলে ভাল হত।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular