Sunday, December 7, 2025
HomeBharatPoliticsফের সিজিওতে জেরা, সিবিআইয়ের ডাকে আটবার হাজিরা সন্দীপ ঘোষের

ফের সিজিওতে জেরা, সিবিআইয়ের ডাকে আটবার হাজিরা সন্দীপ ঘোষের

- Advertisement -

বৃহস্পতিবার আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদহ কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই (CBI)। শুক্রবার ফের সন্দীপ ঘোষকে সিজিওতে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। সেখানেই সকাল থেকে টানা জেরা চলছে তাঁর। এই নিয়ে অষ্টমবার সিজিওতে হাজিরা দিলেন তিনি।

আরজি কর কাণ্ডের পর থেকেই পুলিশ ও গোয়েন্দাদের জালে বন্দি সন্দীপ ঘোষ। হাসপাতালের দায়িত্ব থেকে ইস্তফা দিলেও ন্যাশনাল মেডিক্যাল কলেজে তাঁকে নিয়োগ করা হয়। কিন্তু তাতে ক্ষোভ আরও চরমে উঠলে শেষপর্যন্ত সরে আসে রাজ্য প্রশাসন। এদিকে সিবিআই আর রাজ্য পুলিশের জালে জড়িয়ে পড়ে রীতিমতো বেকায়দায় তিনি।

   

গত সোমবারই আরজি করের (RG Kar) নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে নির্যাতিতার সারা দেহে ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই সঙ্গে মৃতার শরীরে কিছু পরিমান তরল পদার্থ মিলেছে। যা থেকে স্পষ্ট নির্যাতিতাকে খুন করে ধর্ষণ করা হয়। আর এই রিপোর্ট সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়ায়। অপরাধীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের একাধিক সংগঠন। ধর্ণা ও স্বাস্থ্যভবন এমনকী নবান্ন অভিযানের ডাক দেয় রাজ্যের বিরোধী দলগুলি। সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে ওঠে আন্দোলন।

এরমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই এবার স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করল রাজ্য প্রশাসন। সোমবার এক

টি একটি নির্দেশিকা জারি করে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। যার কাজ মূলত সন্দীপ ঘোষের অধীনে আরজি করের বিভিন্ন আর্থিক অনিয়ম খুঁজে বের করা।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular