কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পেরিয়ে গেলেও, ন্যায় বিচার পায়নি তাঁর পরিবার। বিচারপ্রক্রিয়ার ধীর গতিতে ক্ষুব্ধ হয়ে অবশেষে দিল্লির পথে রওনা দিলেন নির্যাতিতার বাবা-মা (RG Kar doctor murder case)। সোমবার তাঁরা সাক্ষাৎ করেন সিবিআই অধিকর্তা প্রবীণ সূদ ও সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাতের চেষ্টা করছেন তাঁরা।
সিবিআই ইতিমধ্যেই শিয়ালদহ আদালতে পাঁচ দফা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, যার শেষটি ছিল ১৬ জুলাই। কিন্তু অভিযোগ, তদন্তে কোনও গঠনমূলক অগ্রগতি নেই। কলকাতা পুলিশের কাছ থেকে মামলাটি হাতে নেওয়ার পরও, মূলত পূর্বতন তদন্তের পুনরাবৃত্তি ছাড়া কিছুই করেনি সিবিআই, এমনটাই দাবি নির্যাতিতার বাবার।
প্রতিবাদে সরব হয়ে তিনি বলেন, “আজ সিবিআই সদর দফতরে এসে শুধু সময়ই নষ্ট করলাম। কলকাতা পুলিশ ও সিবিআই, দুই সংস্থার উপর থেকেই আমাদের আস্থা উঠে গেছে। কেন তারা এমন করছে, জানি না। হয়তো রাজনৈতিক চাপ, নয়তো কোনও অজানা কারণে তদন্ত দুর্বল করা হচ্ছে। এরা শুধু কলকাতা পুলিশের কথারই পুনরাবৃত্তি করছে।”
তিনি আরও অভিযোগ করেন, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল। “সেদিন শ্মশানে তিনটি দেহ ছিল, অথচ আমাদের মেয়ের দেহটিই প্রথম দাহ করা হল। এত তাড়া কেন? সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলেছিল। এখন সিবিআই চায় আমরা প্রমাণ দিই! এটাই কি আমাদের কাজ?”
পরিবারের দাবি, এই ঘটনায় আরও অনেকে জড়িত ছিল, যাদের রক্ষা করা হচ্ছে। তাঁরা এখন শুধুমাত্র বিচার ব্যবস্থার উপরেই ভরসা রাখছেন।
সুপ্রিম কোর্টও এই মামলার তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিল। সেই প্রশ্নগুলির এখনও উত্তর মেলেনি। পরিবার বলছে, “তদন্ত চলছে”, এই কথাটা যথেষ্ট নয়।
আগামী ৯ আগস্ট, তাঁদের মেয়ের মৃত্যুবার্ষিকীতে ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছে পরিবার। তৃণমূল কংগ্রেস ছাড়া রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে এই প্রতিবাদ কর্মসূচিতে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।