আরজি কর ঘটনায় সাক্ষ্যগ্রহণ শেষ! সিভিক ভলান্টিয়ারের সর্বোচ্চ শাস্তি চাইল CBI

কলকাতা: আরজি কর হাসপাতালের পড়ুয় চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় সাক্ষ্যদান পর্ব শেষ৷ এই ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে…

3 names not come forward claim lawyer

কলকাতা: আরজি কর হাসপাতালের পড়ুয় চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় সাক্ষ্যদান পর্ব শেষ৷ এই ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনা বিরলতম বলেও উল্লেখ করা হয়েছে৷ ফলে সঞ্জয়ের শাস্তি ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা৷ (rg kar case cbi submit closing report)

সর্বোচ্চ শাস্তির দাবি rg kar case cbi submit closing report

এই মামলায় যে তথ্য প্রমাণ ও হাতে এসেছে, তাতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলেই আদালতে জানিয়েছে সিবিআই। সর্বোচ্চ শাস্তির অর্থ হল ফাঁসি। বৃহস্পতিবার সিবিআই শিয়ালদহ জেলা আদালতে জানায়, বায়োলজিক্যাল স্যাম্পেল টেস্ট, সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে তারা সঞ্জয়কেই দোষী বলে মনে করছে।

   

সঞ্জয় দোষী বলে চিহ্নিত rg kar case cbi submit closing report

গত ৯ অগাস্টে আরজি কর হাসপাতালে পিজিটি চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়৷ পরের দিন জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় ওই তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ৷ সিসিটিভি ফুটেজ ও সেমিনার রুম থেকে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ৷ পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার ভার নেয় সিবিআই। এদিন কেন্দ্রীয় গোয়েন্দারা জানান, যাবতীয় প্রমাণ ও সাক্ষ্য সঞ্জয়কেই দোষী বলে চিহ্নিত করছে। তার ভিত্তিতেই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানান হয়েছে। বৃহস্পতিবার নিম্ন আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন করেন সিবিআই আইনজীবী। সিবিআই-এর তরফে জানানো হয়, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে। দু’মাস ধরে ৫০ জনের জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। সেই সবের ভিত্তিতেই ফাইনাল ক্লোজিং জমা করেছে সিবিআই।

West Bengal: The CBI has called for the maximum punishment for Sanjay Roy, the accused in the rare murder and rape case of a PG doctor at Arji Kor Hospital. The final closure has been submitted, and a verdict is awaited, with the CBI requesting the death penalty.