Election : ১০৮টি পুরসভা নির্বাচনের ফলপ্রকাশ কবে, ঘোষণা নির্বাচন কমিশনের

আগামী ২৭ ফেব্রুয়ারি তারিখে রয়েছে আরও এক দফার পুরসভার ভোট (Election)। ১০৮ টি পুরসভায় ভোট হওয়ার কথা জানানো হয়েছিল আগেই। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হল ওই পুরসভার কাউন্টিং কবে। ফেব্রুয়ারি ২৭ তারিখের নির্বাচনের গণনা হবে মার্চের ২ তারিখে। এমনটাই জানানো হয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই – এর পক্ষ থেকে। 

আসন্ন পুরসভা নির্বাচনের প্রতি নজর রয়েছে রাজনৈতিক মহলের। আলোচিত দুই দল তৃণমূল এবং বিজেপি চাপে রয়েছে। আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করেই অশান্তি শুরু হয়েছিল ঘাসফুল শিবিরে। 

   

বিজেপির পক্ষ থেকে ভোট পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। ২৭ তারিখের পুরভোট পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। করোনার প্রসঙ্গে তুলে ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন তিনি। ২৭ ফেব্রুয়ারির যে পুরভোট তাকে ৪ সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক, বলেছিলেন শমীক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন