বাংলার চুক্তিভিত্তিক কর্মীদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

Mamata Sarkar instructs to reduce the cost of pots in the treasury
Mamata Sarkar instructs to reduce the cost of pots in the treasury

লোকসভা ভোট রাজ্যে (West Bengal) দারুণ ফল করেছে তৃণমূল কংগ্রেস। সে-জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এরই মধ্যে রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর। এক ধাক্কায় তাঁদের অবসরকালের এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল।

তবে জুলাই বা অগস্ট থেকে নয়, তারও কয়েক মাস আগে ১ এপ্রিল থেকেই এই সুবিধে মিলবে। আজ, বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে এখবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছে তিনি। 

   

এক্স হ্যান্ডেলে ব্রাত্য বসু লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর! মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের ১ এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এখনকার বাড়িয়ে ৫ লক্ষ করা হল।

মাথায় অস্ত্রোপচারের পরে এখন ভেন্টিলেশনে বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ মুকুল রায়

কারা কারা এই সুবিধে পাবেন, তাও জানিয়ে দিয়েছেন ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন, এই সুবিধে প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এস.এস.কে, এম.এস.কে-র শিক্ষাকর্মীরাও পাবেন। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এর ফলে রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন। 

স্কুল শিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থ দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে – চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক, প্যারা টিচার, এসএসকে-এমএসকে শিক্ষক, ওনারারি হেলথ ওয়ার্কার, অঙ্গনওয়ারি ওয়ার্কার, অঙ্গনওয়ারি হেল্পার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ার, হোম গার্ড ভলান্টিয়ার, অক্সিলিয়ারি ফায়ার অপারেটরদের অবসরকালীন ভাতার পরিমাণ বৃদ্ধি করা হল। 

দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কবার্তা

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন