ভোট পরবর্তী হিংসায় নাবালিকা ধর্ষণ, যাবজ্জীবন সাজা অবসরপ্রাপ্ত শিক্ষকের

court

Malda: ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম সাজা ঘোষণা করল অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা। অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতা রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদার আদালত। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকাও। পাশাপাশি, ওই নির্যাতিতার পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisements

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছিল। নারী নির্যাতন থেকে বিরোধী দলের কর্মীদের মারধরের মতো ঘটনায় শাসক দলের বিরুদ্ধে ওঠে অভিযোগের আঙুল। তেমনই ভোট পরবর্তী হিংসায় মালদার শাসক দলের নেতার বিরুদ্ধে ওঠে শিশুকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতা চতুর্থ শ্রেণির ছাত্রী। ৫ জুন ওই নাবালিকা খেলছিল। তাকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে রফিকুল। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

তবে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার পরও অভিযোগ ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। সেই সময় নাবালিকার পরিবার দ্বারস্থ হয় হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। ২০২২ সালের এপ্রিল মাসে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisements

উল্লেখ্য, ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর বুধবার এডিজে-২ আদালতের বিচারক রাজীব সাহা অভিযুক্ত প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলামককে দোষী সাব্যস্ত করেছেন। ২০২১ সালের নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ৫৫টি হিংসার ঘটনা ঘটে। এর মধ্যে এই ঘটনা অন্যতম। ৫৫টি ঘটনার মধ্যে রাজ্যে এই প্রথম কোনও ঘটনার সাজা ঘোষণা হল।