Padma Award : গর্বিত হাওড়ার বালি, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়

গর্বিত বালি। পদ্ম পুরস্কারে (Padma Award) সম্মানিত হয়েছেন সেখানকারই এক অনন্যা। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি (Sanghamitra Banerjee)। আপ্লুত হাওড়া তথা বালির সাধারণ মানুষ।    …

Padma Award

short-samachar

গর্বিত বালি। পদ্ম পুরস্কারে (Padma Award) সম্মানিত হয়েছেন সেখানকারই এক অনন্যা। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি (Sanghamitra Banerjee)। আপ্লুত হাওড়া তথা বালির সাধারণ মানুষ।

   

পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন বিজ্ঞানী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রথম মহিলা ডিরেক্টর। ইতিপূর্বে একাধিক পুরস্কার প্রবেশ করেছে তাঁর ঝুলিতে।

বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০১০ সালে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয়েছিল বালির এই বিজ্ঞানীকে। কম্পিউটার সায়েন্স বিভাগে ইনফোসিস পুরস্কার পেয়েছিলেন ২০১৭ সালে ।

প্রেসিডেন্সি কলেজের পড়ুয়া তিনি। এখান থেকেই পদার্থবিজ্ঞানে স্নাতক হয়েছিলেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় । এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে কম্পিউটার সায়েন্স বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। ১৯৯৮ সালে খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ওই একই বিষয়ে পড়াশুনা করে অর্জন করেছিলেন মাস্টার্স ডিগ্রী। পড়শুনার প্রতি তাঁর ভালবাসা অগাধ। কম্পিউটার সায়েন্সকে আত্মস্থ করেছেন ছাত্রাবস্থা থেকেই। মাস্টার্সের পর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রি। মেশিন ইন্টেলিজেন্সের বিশেষজ্ঞ বলেই তিনি পরিচিত।