ঝড়ে ভাঙা কলাগাছ ছুঁতেই ঝলসে গেল বাবা, বাঁচাতে গিয়ে মৃত্যু ছেলেরও

রেমালের (Remal Death) জেরে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে মৃত্যু হল বাবা-ছেলের। মর্মান্তিক এই ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল।…

remal-death-father-and-son-died-due-to-electrocution-due-to-remal

রেমালের (Remal Death) জেরে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে মৃত্যু হল বাবা-ছেলের। মর্মান্তিক এই ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল। গাছ কাটতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা। তাঁকে বাঁচাতে গিয়ে মৃত্যু (Remal Death) হয় ছেলেরও। এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলাগাছের গায়ে তার পেঁচিয়ে থাকার বিষয়টি বুঝতে পারেননি ওই ব্যক্তি। গাছ কাটার জন্য সেটি ছোঁয়ামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। চোখের সামনে বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে এগিয়ে যান ছেলে। সেই সময় ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মেমারির কলানবগ্রাম এলাকার এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। মৃতেরা হলেন, ফড়ে সিংহ ও তার পুত্র তরুণ সিংহ।

   

রেমালের দাপটে সুন্দরবনের মৌসুনি দ্বীপের মৃত্যুও ঘটনা ঘটেছে। সোমবার সকালে গাছ ভেঙে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতের নাম রেণুকা মণ্ডল (৮০)। এদিন সকালের খাবার খাওয়ার সময় তাঁর বাড়ির অ্যাসবেসটসের চালের উপর একটি ডাল ভেঙে পড়ে। তাতে চাল ভেঙে যায়। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। এই মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।

রেমালের ধাক্কা সামলে চালু পরিষেবা, ছুটছে ট্রেন, উড়ছে উড়ান

কলকাতাতেও প্রাণ কেড়েছে রেমাল। কার্নিশ ভেঙে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ সাজিব (৫১)। রবিবার রাত ১১টার নাগাদ এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

গতকাল আইপিএলের ফাইনাল ম্যাচ ছিল কলকাতা নাইট রাউডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। সাজিদের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিল। ছেলেকে ডাকতে যাওয়ার সময় আচমকাই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সময় একটি বাড়ির নীচে আশ্রয় নেন সাজিদ। এরপরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। বাড়ির কার্নিশ ভেঙে পড়ে সাজিদের ওপর।

ফের একুশের আতঙ্ক, বাংলায় আবারও ভোট পরবর্তী হিংসা! বিজেপি নেতাকে ফেলে মারধরের অভিযোগ

বিরাট আওয়াজ পেয়ে দুর্যোগকে উপেক্ষা করেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা সাজিদকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষজনকে বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হচ্ছে না। কার্নিশ ভেঙে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এদিকে আজ দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। নদিয়া এবং মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভাল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বীরভূম, দুই দিনাজপুর, মালদায়। ভিজবে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরও।

কাঁথির স্ট্রংরুমে বিজেপির এজেন্ট! ইভিএমের সুরক্ষা নিয়ে বিরাট প্রশ্ন