প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘রেমাল’, বিরাট বিপর্যয়ের আশঙ্কা একাধিক জেলায়

আবহাওয়া দফতরের আশঙ্কা সত্যি করে শনিবার রাতেই ঘূর্ণিঝড়ে (Cyclone Remal) পরিণত হয়েছে রেমাল। তারপর থেকে ক্রমে শক্তি বাড়িয়ে মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসছে সেটি। আজ,…

remal-cyclone-set-to-hit-land-by-midnight-sunday-bringing-heavy-rainfall-and-thunderstorms-to-multiple-districts

আবহাওয়া দফতরের আশঙ্কা সত্যি করে শনিবার রাতেই ঘূর্ণিঝড়ে (Cyclone Remal) পরিণত হয়েছে রেমাল। তারপর থেকে ক্রমে শক্তি বাড়িয়ে মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসছে সেটি। আজ, রবিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল (Cyclone Remal)। বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে রবিবার রাতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড় রেমাল পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে। রেমালের প্রভাবে এদিন সকাল থেকেই মুখভার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সিংহভাগ জেলার। সামান্য বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। আবহাওয়াবিদদের মতে, বেলা যত বাড়তে ততই ঝড়-বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে দুই ২৪ পরগনা এবং কলকাতা জেলা, পূর্ব মেদিনীপুর জেলায়। প্রবল বেগে হাওয়াও বইবে।

   

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাতে স্থলভাগে আছড়ে পড়ার সময় রেমালের গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার গতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের। উপকূলের জেলাগুলি ছাড়াও কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই কারণে বন্ধ থাকবে বিমান, ফেরি চলাচল। কিছু ট্রেনও বাতিল করা হয়েছে।

Remal: তাণ্ডব চালাতে পারে ‘রেমাল’, বিপদে সাহায্য পেতে সেভ করে রাখুন এই হেল্পলাইন নম্বর

আজ, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এই ৬ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই তিন জেলায়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন জেলা প্রশাসন হেল্পলাইন নম্বর চালু করেছে। রাজ্য সরকারের তরফে বিভিন্ন জায়গায় মাইকে প্রচার চালানো হচ্ছে। ইয়াস এবং আমফান থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। একই সঙ্গে সমুদ্রে নামাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Suvendu Adhikari: ভোট দিয়েই তৃণমূলের আসনসংখ্যা নিয়ে বিরাট দাবি শুভেন্দুর