নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি ‘কালীঘাটের কাকু’র

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র অবশেষে কিছুটা স্বস্তি পেলেন। দীর্ঘদিন ধরে জেলে থাকার পর কলকাতা হাইকোর্ট (High Court) শুক্রবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর…

No Edit Option Provided by Arrogant Board, Will 50 Students Be Able to Appear for Madhyamik Exam? Case Filed at Calcutta High Court"

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র অবশেষে কিছুটা স্বস্তি পেলেন। দীর্ঘদিন ধরে জেলে থাকার পর কলকাতা হাইকোর্ট (High Court) শুক্রবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে সিবিআই-এর অন্য একটি মামলার কারণে এখনই জেল (High Court) থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।

সুজয়কৃষ্ণ ভদ্র, যিনি নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে ছিলেন, জেলে (High Court) থাকার সময় বারবার অসুস্থ হয়ে পড়েন। জেল হেফাজতে থাকাকালীন তাঁর হার্ট অপারেশনও হয়। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে দীর্ঘ সময়ের জন্য ভর্তি থাকতে হয়। অসুস্থতার কারণে তিনি বারবার আদালতে জামিনের আবেদন জানালেও, তা পূর্বে মঞ্জুর হয়নি।

   

সুজয়কৃষ্ণের আইনজীবীরা আদালতে জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়মিত চিকিৎসার প্রয়োজন। এর ফলে, জেলে থেকে সঠিক চিকিৎসা পাওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরেই একাধিকবার জামিনের জন্য আবেদন জানানো হয়েছিল।

তবে, ইডি এবং সিবিআই আদালতে দাবি করেছিল যে, সুজয়কৃষ্ণের জামিনে মুক্তি তদন্তে বাধা সৃষ্টি করতে পারে। এর মধ্যেই সিবিআই তাঁর বিরুদ্ধে আরেকটি মামলায় হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তাই জামিনের পরেও তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানি চলাকালীন আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। সুজয়কৃষ্ণের জামিনের শর্তাবলির মধ্যে রয়েছে:

পাসপোর্ট জমা রাখতে হবে, যাতে তিনি দেশত্যাগ করতে না পারেন।

মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না এবং তাঁর ব্যবহৃত নম্বরটি তদন্ত সংস্থাকে জানাতে হবে।

নিয়মিতভাবে ট্রায়াল কোর্টে হাজিরা দিতে হবে।

আদালত নির্দেশ দেয় যে, শর্ত ভঙ্গ করা হলে জামিন বাতিল হতে পারে।

এদিকে, সিবিআই ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে। সিবিআই-এর এই মামলায় তাঁকে হেফাজতে নেওয়ার জন্য প্রক্রিয়া চালু রয়েছে। ফলে, ইডি-এর মামলায় জামিন পেলেও, সিবিআই-এর মামলার কারণে জেল থেকে বের হওয়ার সম্ভাবনা আপাতত নেই।