নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption) মেদিনীপুর,মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার কোচবিহারের শিক্ষক তলব। কোচবিহারের তিরিশ জন প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। বৃহস্পতিবার সমস্ত নথি নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। নিয়োগ দুনীর্তি নিয়ে উঠে পড়ে লেগেছে সিবিআই।
সম্প্রতি গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের ৪ প্রাথমিক শিক্ষক। বুধবার বাঁকুড়ায় চাকরি পেয়েছেন এমন সাতজনকে তলব করা হয়েছিল। আজ একসঙ্গে তিরিশ জন তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছিল অর্থের বিনিময়ে রাজ্যের কোথায়-কোথায় চাকরি চুরি হয়েছে তা খুঁজে বের করতে হবে। আগস্টের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে আদালতে। সেই কারণে জোরকদমে ভুয়ো চাকরিপ্রার্থীদের খোঁজ চলছে। জেলার এপ্রান্ত ওপ্রান্ত থেকে খুঁজে বের করা হচ্ছে সেই সমস্ত শিক্ষকদের। গোটা রাজ্যের প্রতিটি জায়গাতেই এই ধরনের শিক্ষকদের খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা।
জানা গেছে, কোচবিহারের এই তিরিশ জন শিক্ষক ২০১৪ সালের টেট পরীক্ষায় বসেছিলেন। তাদের চাকরি হয়। এখন প্রশ্ন উঠছে, এই চাকরিগুলি অর্থের বিনিময়ে হয়েছে কি না,বা কোনো কারসাজি রয়েছে কিনা? এই বিষয়টি খুঁজে বের করতে চাইছেন তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, সিবিআই-এর ডাক পাওয়া প্রত্যেক শিক্ষককেই মাধ্যমিক থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত সমস্ত নথি নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, নথি জমা দেওয়ার পর প্রত্যেক শিক্ষকদের বয়ান রেকর্ড করা হবে।