Ration Strike: তৃণমূল আমলে বিপুল রেশন দুর্নীতির প্রতিবাদে টানা হরতালের ডাক ডিলারদের

নতুন বছরের শুরু থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। কমিশন নিয়ে অসন্তোষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন।…

Ration Strike

নতুন বছরের শুরু থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। কমিশন নিয়ে অসন্তোষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। পয়লা জানুয়ারি থেকে দেশের প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যেও বন্ধ থাকবে ২০ হাজারের বেশি রেশন দোকান । যার জেরে সমস্যায় পড়তে চলেছেন প্রায় ৮১ কোটি গ্রাহক।

রেশন দুর্নীতির পরিমাণ হাজার কোটি ছাড়াতে পারে, কারণ দুর্নীতি চলেছে এক দশকের বেশি সময় ধরে। বিস্ফোরক দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, রেশন দুর্নীতিতে বাকিবুর একা নন, এমন অনেক চালকল, গমকল মালিক নজরে আছে। ইডির দাবি, শুধুমাত্র সরকারি গম বা আটা নয়, ধান এবং চাল নিয়েও দুর্নীতি হয়েছে। বাজার থেকে ঘুরপথে সরকারের ঘরেই ফিরে এসেছে ধান, চাল, গম, আটা। আসা-যাওয়ার পথে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে।

   

উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাধে। গ্রামবাসীদের চাপে বাগদায় রেশন দুর্নীতির কথা স্বীকার করেছেন রেশন ডিলার। সিল করা হল রেশন দোকান। রেজিনগরে রেশন-বিক্ষোভের ঘটনায় দুর্নীতির অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার।

উল্লেখ্য, রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের রেজিনগরেও উত্তেজনা ছড়িয়েছিল। গোপালপুর এলাকায় রেশন ডিলার হাসিবুর রহমানের দোকান ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ , দীর্ঘদিন ধরেই পরিমাণে কম রেশন দেওয়া হচ্ছিল। রেজিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কম রেশন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার।