জন্মাষ্টমীর আগে দিঘার আকাশে বিরল সৌরবলয়, কী বললেন মমতা

দিঘা: জন্মাষ্টমীর আগে বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের উপরে দেখা গেল এক বিরল আলোর বলয় বা সৌরবলয় (Rare Sun Halo)। দুপুরের আকাশে সূর্যকে ঘিরে এই অসাধারণ…

জন্মাষ্টমীর আগে দিঘার আকাশে বিরল সৌরবলয়, কী বললেন মমতা

দিঘা: জন্মাষ্টমীর আগে বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের উপরে দেখা গেল এক বিরল আলোর বলয় বা সৌরবলয় (Rare Sun Halo)। দুপুরের আকাশে সূর্যকে ঘিরে এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য নজরে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে গেল ছবি ও ভিডিও। সোশ্যাল মিডিয়ায় দিঘার ছবিগুলি এখন আলোচনার কেন্দ্রে, বিশেষ করে মন্দির চত্বরে তোলা ছবিগুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের ফেসবুক পেজে সেই ছবি শেয়ার করে লিখেছেন — “দিঘার জগন্নাথধামে প্রভু শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত।”

বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ হঠাৎই সূর্যকে মাঝখানে রেখে বিশাল বলয় তৈরি হয় আকাশে। জগন্নাথ মন্দিরের উপরে সেই দৃশ্য দেখা যেতেই দর্শনার্থীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহু মানুষ মন্দির প্রাঙ্গণেই দাঁড়িয়ে আকাশের এই অনন্য দৃশ্য মোবাইল ফোনে বন্দি করেন। কারও মুখে শোনা যায়, “সবই ঈশ্বরের কৃপা”, আবার অনেকেই জপতে থাকেন “জয় জগন্নাথ”।

   

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও এই মুহূর্তকে বিরল সৌভাগ্য বলে মনে করেছেন। জন্মাষ্টমীর মাত্র তিন দিন আগে এই দৃশ্য দেখে অনেকে এটিকে জগন্নাথের আশীর্বাদ হিসেবেই ব্যাখ্যা করছেন।

যদিও বিজ্ঞানীরা বলছেন, এই সৌরবলয় আসলে একটি প্রাকৃতিক অপটিক্যাল ঘটনা। বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন — “মেঘে জলের স্ফটিক থাকলে, বিশেষ করে সিরাস মেঘ হলে, স্ফটিকগুলির ষড়ভূজাকৃতি গঠনের মধ্যে দিয়ে সূর্যের আলো ২২ ডিগ্রিতে বেঁকে যায়। এর ফলে সূর্যের চারপাশে ২২ ডিগ্রি কৌণিক দূরত্বে একটি উজ্জ্বল বলয় তৈরি হয়। এই ঘটনাকেই আমরা Sun Halo বা সৌরবলয় বলি।”

একই সুরে কথা বলেছেন ভূগোল বিষয়ের লেখক ও পশ্চিম মেদিনীপুরের গোদাপিয়াশাল এমজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণিকাঞ্চন রায়। তিনি বলেন — “সৌরবলয় সাধারণত সাদা বা হালকা রঙের হয়ে থাকে, তবে মাঝে মাঝে তা বর্ণালীর মতোও দেখা যায়। আকাশে সূক্ষ্ম বরফের কণাগুলিই সূর্যের আলোকে ভেঙে এই বৃত্তাকার আলোকবলয় তৈরি করে।”

Advertisements

যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তবুও ভক্তদের কাছে এদিনের এই দৃশ্য ছিল একেবারেই আধ্যাত্মিক মুহূর্ত। অনেকেই বলছেন, “জন্মাষ্টমীর আগে এমন আশীর্বাদের দৃশ্য খুবই তাৎপর্যপূর্ণ।” মন্দির চত্বরে ভিড় হওয়ার পাশাপাশি দিঘার সৈকত এলাকাতেও মানুষ আকাশের দিকে তাকিয়ে সেই সৌন্দর্য উপভোগ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উপরের এই দৃশ্যের ছবি মুহূর্তেই হাজার হাজার লাইক ও শেয়ার পেয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার (X) জুড়ে #DighaSunHalo, #JagannathTempleDigha এবং #Janmashtami হ্যাশট্যাগে ছেয়ে গিয়েছে পোস্ট।

আগামী ১৬ আগস্ট জন্মাষ্টমী। এই বিশেষ দিনে দিঘার জগন্নাথ মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা। তার আগে এই বিরল প্রাকৃতিক দৃশ্য অনেকের মনেই উৎসবের আবহ আরও গভীর করেছে। পর্যটকরা বলছেন, “এমন দৃশ্য জীবনে একবারই দেখা যায়, আর সেটা যদি জন্মাষ্টমীর আগে হয়, তাহলে তা সত্যিই স্মরণীয়।”

প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক আবহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের জোড়া প্রভাবে দিঘার এই সৌরবলয় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিজ্ঞানের ব্যাখ্যা যতই থাকুক, অনেকের কাছে এই দৃশ্য ভক্তিরই প্রতীক হয়ে থাকবে।